১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশের পর এবার মহারাষ্ট্রে গণধর্ষিতা দলিত তরুণী, গ্রেফতার ৪

Mukhlesur Rahman
  • আপডেট : ৪ জুন ২০২১, শুক্রবার
  • / 0

রুবাইয়া জুঁই উত্তরপ্রদেশে দলিত ধর্ষণ এবং দলিত নির্যাতনের ঘটনা অহরহ বেড়েই চলেছে এই অতিমারীর পরিস্থিতিতেও। আর এবার উত্তরপ্রদেশের পথেই হাঁটল মহারাষ্ট্রের পুণেও। এক দলিত তরুণীকে ছয় অভিযুক্ত চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে বিভিন্ন স্থানে একাধিকবার ধর্ষণ করে বলে পুলিশে অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই ২০ বছর বয়সী ওই নির্যাতিতা দলিত তরুণীকে গণধর্ষণ করার অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে এবং দু’জন নাবালককে আটক করা হয়েছে। বুধবার পুণের দেহু রোড থানায় এই গণধর্ষণ মামলাটির এফআইআর দায়ের করা হয়েছে।

পুলিশ অভিযুক্তদের ভারতীয় দণ্ডবিধির ৩৪২, ২৭৬  (১), ৩৬৬ (৫), ৩৭৭, ৩২৩, ৫০৪, ৫০৬ এবং ১২০ (বি), তথ্য প্রযুক্তি আইনের ধারা এবং তফসিলি জাতি উপজাতির ধারা অনুসারে মামলা দায়ের করেছে। অন্যদিকে দেহু রোড থানার সিনিয়র ইন্সপেক্টর ভিলাস সোনদে বলেন যে,’ তদন্তে জানা গেছে যে ২০ বছর বয়সী ওই নির্যাতিতা,  যিনি দলিত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং অভিযুক্তদের মধ্যে একজনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। অপর পাঁচ আসামি তার বন্ধু। একজন অভিযুক্ত নির্যাতিতার আপত্তিকর ছবি তোলেন। তার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।’ এছাড়াও তিনি জানান, ওই ছয় অভিযুক্ত এই বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে বিভিন্ন স্থানে একাধিক অনুষ্ঠানে নির্যাতিতাকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ। মঙ্গলবার রাতে ওই তরুণী পুলিশের কাছে এসেছিল এবং প্রাথমিক তদন্তের পরে পুলিশ একটি মামলা দায়ের করে।

Tag :

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশের পর এবার মহারাষ্ট্রে গণধর্ষিতা দলিত তরুণী, গ্রেফতার ৪

আপডেট : ৪ জুন ২০২১, শুক্রবার

রুবাইয়া জুঁই উত্তরপ্রদেশে দলিত ধর্ষণ এবং দলিত নির্যাতনের ঘটনা অহরহ বেড়েই চলেছে এই অতিমারীর পরিস্থিতিতেও। আর এবার উত্তরপ্রদেশের পথেই হাঁটল মহারাষ্ট্রের পুণেও। এক দলিত তরুণীকে ছয় অভিযুক্ত চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে বিভিন্ন স্থানে একাধিকবার ধর্ষণ করে বলে পুলিশে অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই ২০ বছর বয়সী ওই নির্যাতিতা দলিত তরুণীকে গণধর্ষণ করার অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে এবং দু’জন নাবালককে আটক করা হয়েছে। বুধবার পুণের দেহু রোড থানায় এই গণধর্ষণ মামলাটির এফআইআর দায়ের করা হয়েছে।

পুলিশ অভিযুক্তদের ভারতীয় দণ্ডবিধির ৩৪২, ২৭৬  (১), ৩৬৬ (৫), ৩৭৭, ৩২৩, ৫০৪, ৫০৬ এবং ১২০ (বি), তথ্য প্রযুক্তি আইনের ধারা এবং তফসিলি জাতি উপজাতির ধারা অনুসারে মামলা দায়ের করেছে। অন্যদিকে দেহু রোড থানার সিনিয়র ইন্সপেক্টর ভিলাস সোনদে বলেন যে,’ তদন্তে জানা গেছে যে ২০ বছর বয়সী ওই নির্যাতিতা,  যিনি দলিত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং অভিযুক্তদের মধ্যে একজনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। অপর পাঁচ আসামি তার বন্ধু। একজন অভিযুক্ত নির্যাতিতার আপত্তিকর ছবি তোলেন। তার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।’ এছাড়াও তিনি জানান, ওই ছয় অভিযুক্ত এই বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে বিভিন্ন স্থানে একাধিক অনুষ্ঠানে নির্যাতিতাকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ। মঙ্গলবার রাতে ওই তরুণী পুলিশের কাছে এসেছিল এবং প্রাথমিক তদন্তের পরে পুলিশ একটি মামলা দায়ের করে।