মধ্যপ্রাচ্যে পারমানবিক শক্তিধর রাষ্ট্রগুলির মধ্যে ক্রমেই চড়ছে অসহিষ্ণুতার পারদ, হুমকি ইজরায়েলের
- আপডেট : ৩ জুন ২০২১, বৃহস্পতিবার
- / 0
পুবের কলম ওয়েবডেস্কঃ পারস্য উপসাগরীয় অঞ্চলে পারমানবিক শক্তিধর রাষ্ট্রগুলির মধ্যে ক্রমেই চড়ছে অসহিষ্ণুতার পারদ।পারমানবিক শক্তিতে বলীয়ান ইরানের উত্থান নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে ইজরায়েল। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানকে মদত দেওয়ার কথা ভাবনাচিন্তা করে থাকে সেক্ষেত্রে কিন্তু ইজরায়েল তাদের বন্ধু রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধতা করতেও দুবার ভাববেনা।
উল্লেখ্য ইরানের কাছে মূলত তিন ধরনের ক্ষেপনাস্ত্র রয়েছে সাহাব ১ যার ব্যপ্তি ১৮৬ মেইল, সাহাব ২ এটির ব্যপ্তি ৩১১ মাইল, সাহাব ৩ যার ব্যপ্তি বা পাল্লা হচ্ছে ১২৪৩ মাইল। এই পাল্লার মধ্যে থাকা দেশগুলি হচ্ছে সিরিয়া, তুরস্ক,ইরাক, কাতার, আরব আমিরশাহি,কুয়েত, বাহারিন, সৌদি আরব এবং ওমান। ইরান সংকটকে কেন্দ্র করে শুরু হয়ে যেতে পারে পারমানবিক যুদ্ধ।
অপরদিকে ইজরায়েলের ওপরেও রয়েছেও আন্তর্জাতিক মহলের চাপ। গাজা ভূখণ্ডে প্যালেস্থানীয়দের ওপর ১১ দিন ধরে আক্রমণ চালিয়ে নির্মম হত্যালীলা সাঙ্গ করে।