২২ মার্চ ২০২৫, শনিবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

চিনা পণ্যে আরও ১০ শতাংশ শুল্ক ট্রাম্পের

Sumana Puber Kalom
  • আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার
  • / 0

মেক্সিকো-কানাডার ওপর ২৫ শতাংশ

ওয়াশিংটন: আবারও বাণিজ্য নীতিতে কড়া অবস্থান নিচ্ছে যুক্তরাষ্ট্র। ৪ মার্চ থেকে কানাডা ও মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একইসঙ্গে জানিয়েছেন, চিন থেকে আমদানির ওপর শুল্ক দ্বিগুণ করা হবে।ওভাল অফিসে ট্রাম্প বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, মেক্সিকো ও কানাডা থেকে আমাদের দেশে মাদকoব্য এখনও অনেক উচ্চ এবং অগ্রহণযোগ্য মাত্রায় প্রবেশ করছে। এই ওষুধগুলোর একটি বড় অংশ আসে ফেন্টানিল আকারে। সেটি চিন তৈরি করে এবং সরবরাহ করা হয়। তাই এই শুল্ক আরোপ করা হচ্ছে। এ ছাড়া, পারস্পরিক শুল্কের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। আগামী ২ এপ্রিল থেকে কার্যকর হবে পারস্পরিক শুল্ক।

ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার বিরুদ্ধে জোরালো প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ২৫ শতাংশ শুল্ক কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানায় ইইউ। বৃহস্পতিবার ট্রাম্পের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, শুল্ক আরোপ করলে কঠিন জবাব দেবে তার দেশ। তবে প্রতিবেশীর সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে না চাইলেও, দেশের অর্থনীতি রক্ষায় যেকোনও পদক্ষেপ নিতে প্রস্তুত অটোয়া।

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চিনা পণ্যে আরও ১০ শতাংশ শুল্ক ট্রাম্পের

আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার

মেক্সিকো-কানাডার ওপর ২৫ শতাংশ

ওয়াশিংটন: আবারও বাণিজ্য নীতিতে কড়া অবস্থান নিচ্ছে যুক্তরাষ্ট্র। ৪ মার্চ থেকে কানাডা ও মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একইসঙ্গে জানিয়েছেন, চিন থেকে আমদানির ওপর শুল্ক দ্বিগুণ করা হবে।ওভাল অফিসে ট্রাম্প বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, মেক্সিকো ও কানাডা থেকে আমাদের দেশে মাদকoব্য এখনও অনেক উচ্চ এবং অগ্রহণযোগ্য মাত্রায় প্রবেশ করছে। এই ওষুধগুলোর একটি বড় অংশ আসে ফেন্টানিল আকারে। সেটি চিন তৈরি করে এবং সরবরাহ করা হয়। তাই এই শুল্ক আরোপ করা হচ্ছে। এ ছাড়া, পারস্পরিক শুল্কের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। আগামী ২ এপ্রিল থেকে কার্যকর হবে পারস্পরিক শুল্ক।

ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার বিরুদ্ধে জোরালো প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ২৫ শতাংশ শুল্ক কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানায় ইইউ। বৃহস্পতিবার ট্রাম্পের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, শুল্ক আরোপ করলে কঠিন জবাব দেবে তার দেশ। তবে প্রতিবেশীর সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে না চাইলেও, দেশের অর্থনীতি রক্ষায় যেকোনও পদক্ষেপ নিতে প্রস্তুত অটোয়া।