১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

১ জুলাই চিকিৎসক দিবসে শিশুর পুষ্টির কথা ভেবে ‘দুধে ফলে ভালো থেকো’ কর্মসূচি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ জুলাই ২০২১, বৃহস্পতিবার
  • / 0

পুবের কলম প্রতিবেদক: ‘দুধে ফলে ভালো থেকো’। শিশুদের পুষ্টির কথা ভেবে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস উপলক্ষ্যে বিধাননগর পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের শিশুদের দুধ ও ফল প্রদান করল রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। বৃহস্পতিবার সন্ধ্যাকালীন ওই অনুষ্ঠানে হাজির হয়ে আপ্লুত তাপস চ্যাটার্জি বললেন,  ‘আজকে বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবসের দিনে এটা শ্রেষ্ঠ কর্মসূচি। শিশুদের পুষ্টির কথা ভেবে আজিজুলের মানবিক এই উদ্যোগ প্রশংসনীয়’। একইসঙ্গে, এদিনের অনুষ্ঠান থেকে বিধায়ক তহবিলের ৫০ হাজার টাকা অর্থ প্রদান করেন ওয়ার্ড কো-অর্ডিনেটর আজিজুল হোসেন মন্ডল। সে বিষয়ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিধায়ক। গোটা বিষয়ে আজিজুল হোসেন মন্ডল জানান, বিধায়ক তাপস চ্যাটার্জির ভাবনায় এই কর্মসূচি। এদিন প্রথম ধাপে ওয়ার্ডের ৩০০ জন শিশুকে দুধ, ফল, পেনসিল, খাতা যেমন দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে শিশুদের মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়। পরবর্তী ধাপে আরও ২০০ শিশুকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসার কথা ঘোষণা করেন আজিজুল। বিধায়ক ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রশাসন মন্ডলীর সদস্য রহিমা বিবি মন্ডল, মহিলা নেত্রী অরিত্রিকা ভট্টাচার্য সহ প্রমুখ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১ জুলাই চিকিৎসক দিবসে শিশুর পুষ্টির কথা ভেবে ‘দুধে ফলে ভালো থেকো’ কর্মসূচি

আপডেট : ১ জুলাই ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: ‘দুধে ফলে ভালো থেকো’। শিশুদের পুষ্টির কথা ভেবে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস উপলক্ষ্যে বিধাননগর পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের শিশুদের দুধ ও ফল প্রদান করল রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। বৃহস্পতিবার সন্ধ্যাকালীন ওই অনুষ্ঠানে হাজির হয়ে আপ্লুত তাপস চ্যাটার্জি বললেন,  ‘আজকে বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবসের দিনে এটা শ্রেষ্ঠ কর্মসূচি। শিশুদের পুষ্টির কথা ভেবে আজিজুলের মানবিক এই উদ্যোগ প্রশংসনীয়’। একইসঙ্গে, এদিনের অনুষ্ঠান থেকে বিধায়ক তহবিলের ৫০ হাজার টাকা অর্থ প্রদান করেন ওয়ার্ড কো-অর্ডিনেটর আজিজুল হোসেন মন্ডল। সে বিষয়ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিধায়ক। গোটা বিষয়ে আজিজুল হোসেন মন্ডল জানান, বিধায়ক তাপস চ্যাটার্জির ভাবনায় এই কর্মসূচি। এদিন প্রথম ধাপে ওয়ার্ডের ৩০০ জন শিশুকে দুধ, ফল, পেনসিল, খাতা যেমন দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে শিশুদের মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়। পরবর্তী ধাপে আরও ২০০ শিশুকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসার কথা ঘোষণা করেন আজিজুল। বিধায়ক ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রশাসন মন্ডলীর সদস্য রহিমা বিবি মন্ডল, মহিলা নেত্রী অরিত্রিকা ভট্টাচার্য সহ প্রমুখ।