১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

লখনউতে এটিএস-এর জালে ২ আল-কায়দা জঙ্গি, উদ্ধার প্রেসার কুকার বোম্ব, ডিটোনেটর, বিস্ফোরক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ জুলাই ২০২১, রবিবার
  • / 0

পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের লখনউয়ের কাকোরি জেলা থেকে দুজন আল-কায়দা জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড(এটিএস)। এক গোপন সূত্রে খবর পেয়ে দুজনকে গ্রেফতার এটিএস। কয়েকসপ্তাহ আগেই পুলিশের কাছে আল-কায়দা জঙ্গি লুকিয়ে থাকার খবর ছিল। সেই বুঝেই রবিবার হানা দিয়ে দুজন গ্রেফতার করা হয়। অ্যান্টি টেররিস্ট স্কোয়াড টিমের আইজি জিকে গোস্বামীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। কাকোরির শাহিদ এলাকা থেকে এই দুজন পুলিশে হাতে ধরা পড়ে। দুজনেই ওই এলাকার একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকত।

কাকোরি এলাকার ওই বাড়ি থেকে দুটি প্রেসার কুকার বোম্ব, ডিটোনেটর, ৬/৭ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। ডেকে পাঠানো হয়েছে বম্ব স্কোয়াডকে। আশেপাশে এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে।

আইজি জিকে গোস্বামী তদন্তের স্বার্থে ধৃত দুই জঙ্গির নাম প্রকাশ্যে নাম আনতে চাননি। তিনি জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে।

এটিএস সূত্র জানিয়েছে যে প্রাথমিক তদন্তে জানা গেছে, যে দু’জন সন্ত্রাসী লখনউতে বিজেপির এক সাংসদ ও বিজেপির কয়েকজন প্রবীণ নেতাকে টার্গেট করার পরিকল্পনা করেছিল। তবে তদন্তে আগে সে ভাবে কিছুই বলা সম্ভব নয়।

ঘটনাস্থলে রয়েছেন বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর দল। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। এলাকায় কর্ডন করে তল্লাশি চালানো হচ্ছে। ওই কাকোরি এলাকার একটি লেন পুরোপুলি সিল করে দেওয়া হয়েছে। কাউকেই সেখানে ঢুকে দেওয়া হচ্ছে না। এই ঘটনার পিছনে পাকিস্তান ও আফগানিস্তানের হাত থাকতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে। তবে তদন্তে কারণে এটিএস মুখ খুলতে নারাজ।

ধৃত দুই জঙ্গিকে জেরা করে বাকিদের খোঁজ ও পরিকল্পনা জানতে চাইছেন তদন্তকারীরা।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লখনউতে এটিএস-এর জালে ২ আল-কায়দা জঙ্গি, উদ্ধার প্রেসার কুকার বোম্ব, ডিটোনেটর, বিস্ফোরক

আপডেট : ১১ জুলাই ২০২১, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের লখনউয়ের কাকোরি জেলা থেকে দুজন আল-কায়দা জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড(এটিএস)। এক গোপন সূত্রে খবর পেয়ে দুজনকে গ্রেফতার এটিএস। কয়েকসপ্তাহ আগেই পুলিশের কাছে আল-কায়দা জঙ্গি লুকিয়ে থাকার খবর ছিল। সেই বুঝেই রবিবার হানা দিয়ে দুজন গ্রেফতার করা হয়। অ্যান্টি টেররিস্ট স্কোয়াড টিমের আইজি জিকে গোস্বামীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। কাকোরির শাহিদ এলাকা থেকে এই দুজন পুলিশে হাতে ধরা পড়ে। দুজনেই ওই এলাকার একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকত।

কাকোরি এলাকার ওই বাড়ি থেকে দুটি প্রেসার কুকার বোম্ব, ডিটোনেটর, ৬/৭ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। ডেকে পাঠানো হয়েছে বম্ব স্কোয়াডকে। আশেপাশে এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে।

আইজি জিকে গোস্বামী তদন্তের স্বার্থে ধৃত দুই জঙ্গির নাম প্রকাশ্যে নাম আনতে চাননি। তিনি জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে।

এটিএস সূত্র জানিয়েছে যে প্রাথমিক তদন্তে জানা গেছে, যে দু’জন সন্ত্রাসী লখনউতে বিজেপির এক সাংসদ ও বিজেপির কয়েকজন প্রবীণ নেতাকে টার্গেট করার পরিকল্পনা করেছিল। তবে তদন্তে আগে সে ভাবে কিছুই বলা সম্ভব নয়।

ঘটনাস্থলে রয়েছেন বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর দল। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। এলাকায় কর্ডন করে তল্লাশি চালানো হচ্ছে। ওই কাকোরি এলাকার একটি লেন পুরোপুলি সিল করে দেওয়া হয়েছে। কাউকেই সেখানে ঢুকে দেওয়া হচ্ছে না। এই ঘটনার পিছনে পাকিস্তান ও আফগানিস্তানের হাত থাকতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে। তবে তদন্তে কারণে এটিএস মুখ খুলতে নারাজ।

ধৃত দুই জঙ্গিকে জেরা করে বাকিদের খোঁজ ও পরিকল্পনা জানতে চাইছেন তদন্তকারীরা।