২২ মার্চ ২০২৫, শনিবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
BRAKING :
ভোররাতে দুর্ঘটনা, সাঁতরাগাছি ব্রিজের রেলিং ভেঙে ৩০ ফুট নিচে পড়ল লরি, নিখোঁজ চালক ও খালাসি

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ১৭ জুলাই ২০২১, শনিবার
- / 2
পুবের কলম, ওয়েবডেস্কঃ শনিবার ভোর চারটে নাগাদ সাঁতরগাছি ব্রিজের রেলিং ভেঙে ৩০ ফুট নিচে পড়ে গেল একটি লরি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য কলকাতা থেকে আাসছিল লরিটির। ভোরবেলা গতিও ছিল যথেষ্ট বেশি। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ধাক্কা মারে সাঁত্রাগাছি ব্রিজের বাঁদিকের একটি রেলিনে।

এরপর রেলিং ভেঙে সোজা নিচে ঝিলের জলে পড়ে যায়। চালক ও খালাসি নিখোঁজ। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আসে দমকল ও পুলিশ। নিখোঁজ চালক ও খালাসির সন্ধানে চলছে তল্লাশি।