দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়ে কেমন আছেন মন্ত্রী ?

- আপডেট : ৬ জুলাই ২০২১, মঙ্গলবার
- / 3
পুবের কলম ওয়েব ডেস্ক: মেমারী কাটোয়া রোডের উপর কামালপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর গাড়ি । পুলিশ সূত্রে জানা যায় মেমারির দিক থেকে কাটোয়ার করজ গ্রামে নিজের বাড়ি যাচ্ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা। পথেই কামালপুর এলাকায় মন্ত্রীর গাড়ির সামনের চাকা টি লিক হয়ে যায় এবং অপর দিক থেকে একটি পিকআপভ্যান আসছিলো তখনই মন্ত্রীর গাড়ির সাথে সংঘর্ষ হয়সাথে সংঘর্ষ হয়। ঘটনায় আঙ্গুলে অল্প চোট পেয়েছেন মন্ত্রী। অল্পবিস্তর আহত হন দুই গাড়ি চালক। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পান সকলেই । খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি যান মেমারি থানার পুলিশ মন্ত্রী সহ আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে মেমারি থানার পুলিশের গাড়িতে করে করজ গ্রাম নিজের বাড়িতে পৌঁছে দেওয়া হয় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলেই জানিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী।