বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে গবেষক ছাত্র ছাত্রীদের বিক্ষোভ বিশ্বভারতীতে
- আপডেট : ৩০ জুন ২০২১, বুধবার
- / 0
দেবশ্রী মজুমদার, বোলপুর: অস্বাভাবিক ফি বৃদ্ধির প্রতিবাদে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গবেষক ছাত্র ছাত্রীরা বিক্ষোভে সামিল হলো।
বুধবার সকালে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয় গবেষণারত ছাত্রছাত্রীদের তরফে।
বিশ্বভারতীর এম ফিল ও পি এইচ ডি কোর্সের পরীক্ষা ফি ও মার্কশিট ফি বৃদ্ধি করার প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখান ছাত্র ছাত্রীরা।
বিক্ষোভরত ছাত্রছাত্রীদের দাবি, বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ২৮গুন ফি বৃদ্ধি করেছে। করোনা পরিস্থিতিতে যখন বহু সাধারণ মানুষ কাজ হারিয়েছে তখন বিশ্বভারতী কতৃপক্ষ শিক্ষা ক্ষেত্রে ফি বৃদ্ধি ঘটছে। অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে।
বিশ্ববিদ্যালয় সুত্রে খবর, গত ২৯ জুন প্রকাশিত বিজ্ঞপ্তি তে ফি বৃদ্ধির কথা জানানো হয়েছে। জানানো হয়েছে এতদিন এমফিল, পি এইচ ডি পরীক্ষার জন্য প্রতি সেমিস্টারের পরীক্ষা ও মার্কশিট ফি বাবদ পঞ্চাশ টাকা করে নেওয়া হত। ২৯জুনের বিশ্বভারতীর ওই নোটিশে সেই ফি বৃদ্ধি করে এক হাজার চারশো টাকা করা হয়েছে। এদিন আন্দোলনরত গবেষক ছাত্র ছাত্রীরা অবিলম্বে ঐ বর্ধিত ফি কমানো ছাড়াও আরও বেশ কয়েকটি দাবিতে সোচ্চার হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো স্কলারশিপ চালু ও সকল ছাত্রছাত্রী, অধ্যাপক-
অধ্যাপিকাদের বিনামুল্যে করোনা টিকাকরণ।
যথারীতি এই ঘটনা নিয়ে কোন মন্তব্য করতে রাজী হন নি বিশ্বভারতী জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার।