১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আলাপন ইস্যুতে ফের সরব কেন্দ্র, শৃঙ্খলা-ভঙ্গের অভিযোগে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিবকে কড়া চিঠি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ জুন ২০২১, সোমবার
  • / 0


পুবের কলম প্রতিবেদক: আলাপন ইস্যুতে ফের সরব কেন্দ্র। শৃঙ্খলা-ভঙ্গের অভিযোগে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এখনও পর্যন্ত যতদূর খবর, সার্ভিস রুলের ৮ নম্বর ধারায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
সোমবার কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ মন্ত্রকের তরফে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে রাজ্য সরকারকে পাঠানো মেমোরেন্ডামে এই প্রাক্তন আমলার বিরুদ্ধে কড়া ব্যবস্থার গ্রহণের কথাই বলা হয়েছে। ১৯৬৯ সালে যে সার্ভিস রুল চালু রয়েছে তার ৮ নম্বর ধারা অনুসারে আলাপনের বিরুদ্ধে মেজর পেনাল্টি রুলস লাগু করা হতে পারে। এই মেমোরেন্ডামে উল্লেখ করা হয়েছে, 8 নম্বর ধারা অনুসারে ব্যবস্থা নেওয়া হলে অবসরকালীন সুযোগ-সুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে তার সমস্যা তৈরি হতে পারে। এমনকি রিটায়ারমেন্টাল বেনিফিট তাঁকে নাও দেওয়া হতে পারে।
এদিন কেন্দ্রের দেওয়া চিঠিতে তার বিরুদ্ধে তদন্তের কথা বলা হয়েছে। প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, মিস বিহেভিয়ার এবং মিস কন্ডাক্টের-এর। এর কারণে তার বিরুদ্ধে তদন্ত শুরু হবে। তিনি অবশ্য আত্মপক্ষ সমর্থনে কিছু বলার থাকলে তা বলার সুযোগ পাবেন। তার যা কিছু বলার এক মাসের মধ্যেই তা জানাতে হবে। প্রয়োজনে দিল্লিতে গিয়ে তাঁর বক্তব্য সামনাসামনি পেশ করার সুযোগ পাবেন তিনি। তবে তিনি যদি এই এক মাসের মধ্যে কোনও জবাব না দেন বা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোনভাবে যোগাযোগ না করেন, সে ক্ষেত্রে একতরফাভাবে কেন্দ্র তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
অতএব ওয়াকিফহাল মহলে যেমনটি মনে করা হচ্ছিল তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে কেন্দ্রীয় সরকার, অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল। এখন দেখার এই অবস্থায় কি পদক্ষেপ নেন আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার এক্ষেত্রে তাঁকে কিভাবে সাহায্য করে। একইভাবে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে আগামী এক মাসের মধ্যে কি পদক্ষেপ নিতে চলেছে।
এদিকে এদিন কেন্দ্রের এই চিঠি হাতে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আলাপন ইস্যুতে ফের সরব কেন্দ্র, শৃঙ্খলা-ভঙ্গের অভিযোগে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিবকে কড়া চিঠি

আপডেট : ২১ জুন ২০২১, সোমবার


পুবের কলম প্রতিবেদক: আলাপন ইস্যুতে ফের সরব কেন্দ্র। শৃঙ্খলা-ভঙ্গের অভিযোগে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এখনও পর্যন্ত যতদূর খবর, সার্ভিস রুলের ৮ নম্বর ধারায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
সোমবার কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ মন্ত্রকের তরফে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে রাজ্য সরকারকে পাঠানো মেমোরেন্ডামে এই প্রাক্তন আমলার বিরুদ্ধে কড়া ব্যবস্থার গ্রহণের কথাই বলা হয়েছে। ১৯৬৯ সালে যে সার্ভিস রুল চালু রয়েছে তার ৮ নম্বর ধারা অনুসারে আলাপনের বিরুদ্ধে মেজর পেনাল্টি রুলস লাগু করা হতে পারে। এই মেমোরেন্ডামে উল্লেখ করা হয়েছে, 8 নম্বর ধারা অনুসারে ব্যবস্থা নেওয়া হলে অবসরকালীন সুযোগ-সুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে তার সমস্যা তৈরি হতে পারে। এমনকি রিটায়ারমেন্টাল বেনিফিট তাঁকে নাও দেওয়া হতে পারে।
এদিন কেন্দ্রের দেওয়া চিঠিতে তার বিরুদ্ধে তদন্তের কথা বলা হয়েছে। প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, মিস বিহেভিয়ার এবং মিস কন্ডাক্টের-এর। এর কারণে তার বিরুদ্ধে তদন্ত শুরু হবে। তিনি অবশ্য আত্মপক্ষ সমর্থনে কিছু বলার থাকলে তা বলার সুযোগ পাবেন। তার যা কিছু বলার এক মাসের মধ্যেই তা জানাতে হবে। প্রয়োজনে দিল্লিতে গিয়ে তাঁর বক্তব্য সামনাসামনি পেশ করার সুযোগ পাবেন তিনি। তবে তিনি যদি এই এক মাসের মধ্যে কোনও জবাব না দেন বা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোনভাবে যোগাযোগ না করেন, সে ক্ষেত্রে একতরফাভাবে কেন্দ্র তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
অতএব ওয়াকিফহাল মহলে যেমনটি মনে করা হচ্ছিল তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে কেন্দ্রীয় সরকার, অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল। এখন দেখার এই অবস্থায় কি পদক্ষেপ নেন আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার এক্ষেত্রে তাঁকে কিভাবে সাহায্য করে। একইভাবে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে আগামী এক মাসের মধ্যে কি পদক্ষেপ নিতে চলেছে।
এদিকে এদিন কেন্দ্রের এই চিঠি হাতে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।