১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যোগ দিবসে ছন্দপতন আলিয়ায়, রামদেবের পোশাক পরে প্রশিক্ষণ শুরু হতেই বিতর্ক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ জুন ২০২১, মঙ্গলবার
  • / 1


পু‌বের কলম প্রতি‌বেদক: বিশ্ব যোগ দিবস পালনকে নিয়ে বিতর্কে জড়াল আলিয়া বিশ্ববিদ্যালয় এনএসএস ইউনিট। সোমবার যোগ দিবস অনুষ্ঠান পালন নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ঠ উৎসাহ থাকলেও সেই উৎসাহ অন্য রূপ নেয়। অনুষ্ঠান চলাকালীন শেষ পর্বে যোগ ট্রেনার, বাবা রামদেব এর ছবি সমন্বিত পোশাক পরে প্রশিক্ষণ দিচ্ছিলেন। ছাত্রছাত্রীরা এই দেখে ক্ষুব্ধ হয়ে সেই অনুষ্ঠান ছেড়ে অধিকাংশই চ‌লে য়ায়।
এই ঘটনার নিন্দা জা‌নি‌য়ে‌ছেন পড়ুয়ারা। পড়ুয়া‌দের অ‌ভি‌যোগ, বাবা রামদেবকে বেশির ভাগ সময় নিজের ব্যাবসার জন্য মেডিক্যাল সায়েন্স থেকে শুরু করে কোভিড এর একমাত্র যোদ্ধা ডাক্তারদের নিয়ে প্রায়শই উপহাস করতে দেখা গেছে। সেখানে একটা উন্নত বিশ্ববিদ্যালয় কি ভাবে এই বাবা রামদেবের প্রচারকে মেনে নিতে পারে।
ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়া জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী‌দের একাংশ জানায়, অনুষ্ঠানটা আমাদের কাছে যথেষ্ঠ উৎসাহের ছিল, কিন্তু এমন একজন ব্যক্তির প্রচার আমরা কখনই মেনে নিতে পারি না। গোটা মেডিক্যাল সায়েন্স তাকে ছুঁড়ে ফেলেছে, তাই ছাত্রছাত্রীরা ওই অনুষ্ঠান বয়কট করেছি। কেন এই ভা‌বে অনুষ্ঠান কর‌তে হল, তার জবাব চাওয়া হ‌য়ে‌ছে আলিয়া কর্তৃপক্ষের কা‌ছে।
এই বিষ‌য়ে আলিয়া কর্তৃপক্ষ জা‌নি‌য়ে‌ছে, ঘটনা খ‌তি‌য়ে দে‌খে ব্যছবস্থা নেওয়া হ‌বে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যোগ দিবসে ছন্দপতন আলিয়ায়, রামদেবের পোশাক পরে প্রশিক্ষণ শুরু হতেই বিতর্ক

আপডেট : ২২ জুন ২০২১, মঙ্গলবার


পু‌বের কলম প্রতি‌বেদক: বিশ্ব যোগ দিবস পালনকে নিয়ে বিতর্কে জড়াল আলিয়া বিশ্ববিদ্যালয় এনএসএস ইউনিট। সোমবার যোগ দিবস অনুষ্ঠান পালন নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ঠ উৎসাহ থাকলেও সেই উৎসাহ অন্য রূপ নেয়। অনুষ্ঠান চলাকালীন শেষ পর্বে যোগ ট্রেনার, বাবা রামদেব এর ছবি সমন্বিত পোশাক পরে প্রশিক্ষণ দিচ্ছিলেন। ছাত্রছাত্রীরা এই দেখে ক্ষুব্ধ হয়ে সেই অনুষ্ঠান ছেড়ে অধিকাংশই চ‌লে য়ায়।
এই ঘটনার নিন্দা জা‌নি‌য়ে‌ছেন পড়ুয়ারা। পড়ুয়া‌দের অ‌ভি‌যোগ, বাবা রামদেবকে বেশির ভাগ সময় নিজের ব্যাবসার জন্য মেডিক্যাল সায়েন্স থেকে শুরু করে কোভিড এর একমাত্র যোদ্ধা ডাক্তারদের নিয়ে প্রায়শই উপহাস করতে দেখা গেছে। সেখানে একটা উন্নত বিশ্ববিদ্যালয় কি ভাবে এই বাবা রামদেবের প্রচারকে মেনে নিতে পারে।
ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়া জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী‌দের একাংশ জানায়, অনুষ্ঠানটা আমাদের কাছে যথেষ্ঠ উৎসাহের ছিল, কিন্তু এমন একজন ব্যক্তির প্রচার আমরা কখনই মেনে নিতে পারি না। গোটা মেডিক্যাল সায়েন্স তাকে ছুঁড়ে ফেলেছে, তাই ছাত্রছাত্রীরা ওই অনুষ্ঠান বয়কট করেছি। কেন এই ভা‌বে অনুষ্ঠান কর‌তে হল, তার জবাব চাওয়া হ‌য়ে‌ছে আলিয়া কর্তৃপক্ষের কা‌ছে।
এই বিষ‌য়ে আলিয়া কর্তৃপক্ষ জা‌নি‌য়ে‌ছে, ঘটনা খ‌তি‌য়ে দে‌খে ব্যছবস্থা নেওয়া হ‌বে।