সুটকেসে রক্তমাখা মুণ্ডহীন দেহ, গঙ্গায় ভাসিয়ে দেওয়ার ছক! কলকাতায় গ্রেফতার ২ মহিলা
- আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার
- / 0
পুবের কলম, ওয়েবডেস্ক: খাস কলকাতার বুকে হাড়হিম করা ঘটনা। সুটকেসে বন্দি দেহাংশ ফেলতে গিয়ে আটক দুই মহিলা। মুণ্ডহীন দেহ লোপাট করার চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ। মঙ্গলবার সাতসকালে এই ঘটনা ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল আহিরিটোলা ঘাট চত্বর।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে আহিরিটোলা ঘাটের কাছে থাকা মানুষজনের চোখে পড়ে, একটি ট্যাক্সি থেকে ঘাটের কাছে নামেন দুই মহিলা। তাদের সঙ্গে ছিল একটি সুটকেস। স্থানীয় বাসিন্দা ও পথচারীরাই দেখতে পান ওই সুটকেস ছিল এক মহিলার টুকরো টুকরো করে কাটা দেহ। সেই সুটকেসটি গঙ্গার জলে ফেলে দেওয়ার সময়েই স্থানীয়রা আটকান তাদের। ঘটনার পর পুলিশে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুই মহিলাকে আটক করে। এরপর সুটকেস খুলে দেখা যায়, তাতে এক মহিলার মুণ্ডহীন তিন টুকরো দেহ রয়েছে! ধৃত ২ মহিলাকে প্রিজন ভ্যানে তোলার সময়ে কার্যত জনরোষ আছড়ে পড়ল পুলিশের উপর। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।