UGC NET JRF-এ শীর্ষস্থান দখল করে নতুন রেকর্ড তৈরি করল আনাম জাফর
- আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার
- / 0
হায়দরাবাদ: মাওলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আনাম জাফর UGC NET JRF-এ শীর্ষস্থান দখল করে নতুন রেকর্ড তৈরি করল আনাম জাফর-এ শীর্ষস্থান দখল করে নতুন রেকর্ড তৈরি করেছেন। ২৫ বছর বয়সি আনাম জাফর পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেয়েছেন। তার মা রেহানা খাতুন বিহারের দ্বারভাঙা জেলার চন্দনপট্টি গ্রামে থাকেন। আনাম জাফর মাওলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয়ে তার এম এড চতুর্থ সেমিস্টারের শেষ পর্যায়ে আছেন। বুধবার বিশ্ববিদ্যালয় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আনাম জাফরকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষকরা আনাম জাফরের নিষ্ঠা, অধ্যবসায় এবং উৎকর্ষতার প্রতি অঙ্গীকারের প্রশংসা করেন। তার কৃতিত্বকে উচ্চাকাঙ্ক্ষী গবেষকদের জন্য একটি আদর্শ হিসেবে তুলে ধরা হয়। বিভাগীয় প্রধান অধ্যাপক শাহীন এ শাইখ তার কঠোর পরিশ্রমের প্রশংসা করে বলেন, ‘আনাম জাফরের কৃতিত্ব MANUU-এর উচ্চ শিক্ষাগত মান এবং গবেষণা সংস্কূতির প্রমাণ। তার সাফল্য অনেক শিক্ষার্থীকে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে অনুপ্রাণিত করবে।’ জাফরের পাশাপাশি বিভাগটি UGC NET এবং JRF-এর জন্য সফলভাবে যোগ্যতা অর্জনকারী অন্যান্য শিক্ষার্থীদেরও সংবর্ধনা জানায়। আনামের যখন আট বছর বয়স ছিল, তখন তার বাবা তাদের ছেড়ে চলে যান। মাত্র ৮০০ টাকা মাসিক বেতনে একটি বেসরকারি স্কুলে শিক্ষিকা হিসেবে কাজ করা রেহানা খাতুন তার সন্তানকে কেন্দ্রীয় শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত একটি স্কুলে ভর্তি করান। আনাম বলেন, যদি তার মা তাকে প্রতিটি পদক্ষেপে উৎসাহ না দিতেন, তাহলে তিনি এত কঠিন পথ পাড়ি দিতে পারতেন না।