কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী
- আপডেট : ২৭ জুন ২০২১, রবিবার
- / 0
পুবের কলম ওয়েবডেস্কঃ আগামী ৩০ জুন কেন্দ্রীয় মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি ডাক পেয়ে বেশ কয়েকদিন ধরেই দিল্লিতে অবস্থান করছেন সনোয়াল। ইতিমধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা– স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠকও হয়েছে। তবে কোন মন্ত্রক দেওয়া হবে সর্বানন্দকে তা এখনও স্পষ্ট নয়।
সূত্র মতে– মোদি সরকারের দ্বিতীয়বারের কার্যকালের দুই বছর অতিক্রান্ত। এরই মধ্যে বহু প্রতীক্ষিত কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ ও বিরাট রদবদল হতে চলেছে। আগামী ৩০ জুনের মধ্যেই মন্ত্রিসভা পুনর্গঠন সেরে ফেলতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে– শুক্রবারই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক হয় সনোয়ালের। সেখানেই ঠিক হয়েছে– অসমের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ক্যাবিনেট মন্ত্রী করা হতে চলেছে। এমনটাই জানা গেছে সর্বানন্দন ঘনিষ্ঠ মহল থেকে। সর্বানন্দর হাতে আসতে পারে ডোনার মন্ত্রিত্বের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ মন্ত্রক।
প্রসঙ্গত– আগামী জুলাইয়ে শুরু হতে যাচ্ছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। এর আগেই মন্ত্রিসভার সম্প্রসারণ জরুরি– কারণ নতুনভাবে দায়িত্ব পাওয়া মন্ত্রী যাতে তার আগেই নিজেদের মন্ত্রকের কাজকর্ম সামলে নিতে পারেন।