ভারত থেকে সরতে পারে এশিয়া কাপ ক্রিকেট
- আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার
- / 0
পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে রয়েছে এশিয়া কাপ ক্রিকেট। এই প্রতিযোগিতা আয়োজনের কথা রয়েছে ভারতে। তবে শোনা যাচ্ছে, ভারত থেকে টুর্নামেন্ট সরে যেতে পারে সংযুক্ত আরব আমিরশাহিতে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, ২০২৬ সালের টি – ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এ বারের এশিয়া কাপ হবে টি – ২০ ফরম্যাটে।
এদিকে যেহেতু ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি, তাই এশিয়া কাপ খেলতে পাকিস্তান দলও হয়তো ভারতে আসার ক্ষেত্রে বেঁকে বসতে পারে। এই ব্যাপারটি আন্দাজ করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল চাইছে, এশিয়া কাপ নিরপেক্ষ কোনও ভেন্যুতে আয়োজন করতে। আর সেক্ষেত্রে সবার আগে নাম রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। প্রসঙ্গত, আইসি সি আগেই জানিয়ে দিয়েছে, ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে অনুষ্ঠিত আইসিসি প্রতিযোগিতাগুলিতে ভারত ও পাকিস্তানের প্রতিটি ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজিত হবে।