২২ মার্চ ২০২৫, শনিবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
BRAKING :
উত্তরাখণ্ডে তুষারধসে বড় বিপর্যয়, বরফের নীচ আটকে ৫০, উদ্ধারকাজে এনডিআরএফ
Kibria Ansary
- আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার
- / 0
পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডের দেবস্থানে তুষারধসে বড় বিপর্যয়। ধসের জেরে আটকে পড়েছেন ৫০ জনেরও বেশি শ্রমিক। প্রশাসন সূত্রে খবর, শুক্রবার উত্তরাখণ্ডের চামোলি জেলায় মানা গ্রামের কাছে চামোলি থেকে বদ্রীনাথের রাস্তায় তুষারধস নামে। তুষারধসে চাপা পড়ে যান ৫৭ জন শ্রমিক। মানা গ্রামে শ্রমিকদের ক্যাম্প ছিল। ওই ক্যাম্পের উপরই হুড়মুড়িয়ে তুষারধস নামে। ১০ জন শ্রমিক বরফের নীচ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ, এসডিআরএফ। আইটিবিপি ও বর্ডার রোডস অর্গানাইজেশনের দলও উদ্ধারকাজে হাত লাগিয়েছে।
Tag :
At Least 50 Workers Trapped Massive Avalache Hits Uttarakhand Avalanche Uttarakhand's Mana Village