বাংলাদেশের রাজনীতিতে নয়া সমীকরণ, শুক্রবারই আত্মপ্রকাশ নতুন দলের
- আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার
- / 0
ঢাকা, ২৫ ফেবুয়ারি: শুক্রবারই বাংলাদেশে আত্মপ্রকাশ করবে নতুন রাজনৈতিক দল। নেপথ্যে রয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা। সূত্রের খবর, আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে বলে জানিয়েছেন সারজিস আলম। তিনি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক। সোমবার এক সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবি হচ্ছে, একটি শক্তিশালী রাজনৈতিক দল। সেই ৫ আগস্ট নতুন বাংলাদেশের আমরা যে স্বপ্নগুলো দেখেছি, এই জুলাই স্পিরিটকে সামনে রেখে। নতুন বাংলাদেশ যে জায়গায় কল্পনা করেছি, তা একটা দীর্ঘ লড়াই। হাজারো শহীদের জীবনের উপরে, অর্থাৎ লাখো ভাই-বোনের রক্তের ওপর দাঁড়িয়ে যে বাংলাদেশ, আগামী প্রজন্মকে সেই বাংলাদেশ উপহার দেওয়া আমাদের কাছে একটি আমানত।
এদিকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন নাহিদ ইসলাম। হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে নাহিদকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। মঙ্গলবার সেই পদ থেকে ইস্তফা দিলেন নাহিদ।