ছ’হাজার লিটার কেরোসিন তেল বাজেয়াপ্ত, বাজারমূল্য কয়েক লক্ষ টাকা
- আপডেট : ২৬ জুন ২০২১, শনিবার
- / 0
পুবের কলম ওয়েবডেস্কঃ বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে রাতভর তল্লাশি চালিয়ে মহকুমার ১১টি থানার বিভিন্ন এলাকা থেকে ছ’ হাজার লিটার কেরোসিন তেল বাজেয়াপ্ত করে। একদিকে সীমান্ত অন্যদিকে সুন্দরবন সহ বিস্তীর্ণ এলাকা। পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে বসিরহাট থানার দন্ডির হাট ও অনন্তপুরের একটি গোডাউন থেকে বেআইনিভাবে মজুত করা প্রায় ৬,০০০ লিটার কেরোসিন তেল উদ্ধার করে।
পুলিশের কাছে খবর গেলে বসিরহাট পুলিশ জেলা দুর্নীতি দমন শাখার আধিকারিকরা শুক্রবার রাতভর এই তল্লাশি চালায়। দুর্নীতি দমন শাখার আধিকারিকরা কেরোসিন তেল মজুদ করা গোডাউনগুলি সিল করে দিয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ৬হাজার লিটার কেরোসিন তেল।
যার বাজারমূল্য প্রায় ৪লক্ষ টাকা। কাছে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাসকে জানান, আগামী দিনেও এই তল্লাশি চলবে। যেখানে খবর পাবে প্রশাসন সেখানেই হানা দেবে।এই ঘটনায় কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে যারা এর সঙ্গে যুক্ত তাদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে বসিরহাট পুলিশ জেলার আধিকারিকরা।