১৭ মার্চ ২০২৫, সোমবার, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাদিবসে ‘বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী শেখ হাসিনার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৩ জুন ২০২১, বুধবার
  • / 0

পুবের কলম, ওয়েবডেস্ক: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৪৯ সালের ২৩ জুন জন্ম হয় আওয়ামী লীগের। সেই দিবসকে স্মরণ করে বুধবার আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাদিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। ধানমণ্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের সামনে এই অনুষ্ঠানটি শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেওয়ার পরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল ‘আওয়ামী লীগ’ । এই রাজনৈতিক দলটির জন্ম হয় ২৩ জুন ১৯৪৯ সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। পরবর্তী কালে এর নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ। ১৯৭০ সাল থেকে এর নির্বাচনী প্রতীক নৌকা। ১৯৫৫ সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম ‘আওয়ামী লীগ করা হয়।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাদিবসে ‘বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী শেখ হাসিনার

আপডেট : ২৩ জুন ২০২১, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৪৯ সালের ২৩ জুন জন্ম হয় আওয়ামী লীগের। সেই দিবসকে স্মরণ করে বুধবার আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাদিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। ধানমণ্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের সামনে এই অনুষ্ঠানটি শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেওয়ার পরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল ‘আওয়ামী লীগ’ । এই রাজনৈতিক দলটির জন্ম হয় ২৩ জুন ১৯৪৯ সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। পরবর্তী কালে এর নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ। ১৯৭০ সাল থেকে এর নির্বাচনী প্রতীক নৌকা। ১৯৫৫ সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম ‘আওয়ামী লীগ করা হয়।