অলিম্পিকের আগে চোট পেলেন কুস্তিগীর বজরং পুনিয়া
- আপডেট : ২৭ জুন ২০২১, রবিবার
- / 0
পুবের কলম ওয়েবডেস্কঃ ¬টোকিও অলিম্পিক শুরু হতে আর এক মাসও বাকি নেই। আর এরই মধ্যে চোট পেলেন ভারতের তারকা কুস্তিগীর বজরং পুনিয়া। এশিয়ান গেমসে সোনাজয়ী এই কুস্তিগীরের চোট নিয়ে চিন্তায় ভারতীয় শিবির। টোকিওতে তার থেকে পদকের আশায় রয়েছে দেশবাসী। প্রসঙ্গত– টোকিও অলিম্পিক শুরু হচ্ছে আগামী ২৩ জুলাই।
রাশিয়ায় আলি আলিভ কুস্তি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বজরং। সেখানে সেমিফাইনালে খেলতে নেমে ডান পায়ের হাঁটুতে চোট পান তিনি। সেমিফাইনালে রাশিয়ান প্রতিপক্ষ কুদিভের সঙ্গে লড়াই চলছিল বজরংয়ের। সেই লড়াইয়ে একসময় কুদিভের ডান পায়ে আক্রমণ করেন বজরং। এই সময় রাশিয়ান কুস্তিগীরের পালটা আক্রমণে ডান হাঁটুতে চোট পান ভারতীয় তারকা। এবং ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন। রিংয়ের বাইরে এনে বজরং এর চিকিৎসা শুরু হয়। তাঁর চোটের খবর আসা মাত্রই উদ্বেগ ছড়িয়ে পড়ে দেশের কুস্তি মহলে।বজরংয়ের প্রশিক্ষক শাকো বেন্টিনিডিস জানিয়েছেন– চোট গুরুতর নয়। তিনি বলেন– বজরংয়ের চোট খুব বড়সড় নয় বলেই মনে হচ্ছে। ওকে ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়েছে। আগের থেকে ও এখন অনেকটা ভালো আছে। আশা করছি– বজরং দ্রুত সুস্থ হয়ে উঠবে।