১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঊনপঞ্চাশে পা মহারাজের , জন্মদিনে শুভেচ্ছা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ জুলাই ২০২১, বৃহস্পতিবার
  • / 0

পুবের কলম, ওয়েব ডেস্ক : আটচল্লিশ শেষে ঊনপঞ্চাশে পা দিলেন বাঙালীর  মহারাজ , বাংলার মহারাজ সৌরভ  গঙ্গোপাধ্যায়।  ভারতীয় ক্রিকেটে সৌরভের অবদান বিশেষ গুরুত্বপূর্ণ। ভারতীয় ক্রিকেটের অধ্যায়ে সফলতম ক্যাপ্টেন ও দক্ষ প্রশাসক হিসাবে দাদাগিরি চালিয়েছেন শুধুমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায় । লর্ডসের মাটিতে প্রথম সেঞ্চুরি, থেকে ভারতীয় দলের অধিনায়কত্ব সবটাই এখনও জ্বল-জ্বল করছে বিশ্ব ক্রিকেটের আঙ্গিনায়। সব স্মৃতি এখনও তাজা। মহারাজ থেকে দাদা। সেখান থেকে প্রিন্স অব কলকাতা ও বাংলার বাঘ। এই তকমা গুলো ধীরে-ধীরে অর্জন করেছিলেন বাংলার গর্ব, বাঙালির গর্ব সৌরভ। মহারাজের জন্মদিনে বিশেষভাবে অর্ডার দেওয়া কেক। মেয়ের পছন্দের সেই কেক কেটেই ৪৯ বছর সম্পূর্ণ করার মুহূর্তটা উদযাপন করবেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। সৌরভের জন্মদিনের সমস্ত ব্যবস্থা নিজে হাতে করেন  কন্যা সানা । আগে মহারাজের জন্মদিন উদযাপনের সমস্ত পরিকল্পনা স্ত্রী ডোনাকেই করতে হতো ।  অন্যান্য বছরগুলিতে সৌরভের জন্মদিন পালনের অনুষ্ঠানগুলো অন্যভাবে পালিত হত ।  তবে করোনা পরিস্থিতিতে সেসব হচ্ছে না। এছাড়াও এবারের জন্মদিন কিছুটা আলাদা। ইতিমধ্যে দুবার হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ। কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল তাঁর। তাই এবার খাওয়া-দাওয়ার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা থাকবে।। সৌরভ এমনিতে খাদ্যরসিক। বিরিয়ানি তাঁর পছন্দের। তবে এবার প্রিয় ডিশ চেখে দেখা হবে না সৌরভের। চিকিৎসকের  পরামর্শ মেনে তিনি এখন নির্দিষ্ট ডায়েটে রয়েছেন। মহারাজের উনপঞ্চাশতম জন্মদিনে  রইলো অনেক শুভেচ্ছা।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঊনপঞ্চাশে পা মহারাজের , জন্মদিনে শুভেচ্ছা

আপডেট : ৮ জুলাই ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েব ডেস্ক : আটচল্লিশ শেষে ঊনপঞ্চাশে পা দিলেন বাঙালীর  মহারাজ , বাংলার মহারাজ সৌরভ  গঙ্গোপাধ্যায়।  ভারতীয় ক্রিকেটে সৌরভের অবদান বিশেষ গুরুত্বপূর্ণ। ভারতীয় ক্রিকেটের অধ্যায়ে সফলতম ক্যাপ্টেন ও দক্ষ প্রশাসক হিসাবে দাদাগিরি চালিয়েছেন শুধুমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায় । লর্ডসের মাটিতে প্রথম সেঞ্চুরি, থেকে ভারতীয় দলের অধিনায়কত্ব সবটাই এখনও জ্বল-জ্বল করছে বিশ্ব ক্রিকেটের আঙ্গিনায়। সব স্মৃতি এখনও তাজা। মহারাজ থেকে দাদা। সেখান থেকে প্রিন্স অব কলকাতা ও বাংলার বাঘ। এই তকমা গুলো ধীরে-ধীরে অর্জন করেছিলেন বাংলার গর্ব, বাঙালির গর্ব সৌরভ। মহারাজের জন্মদিনে বিশেষভাবে অর্ডার দেওয়া কেক। মেয়ের পছন্দের সেই কেক কেটেই ৪৯ বছর সম্পূর্ণ করার মুহূর্তটা উদযাপন করবেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। সৌরভের জন্মদিনের সমস্ত ব্যবস্থা নিজে হাতে করেন  কন্যা সানা । আগে মহারাজের জন্মদিন উদযাপনের সমস্ত পরিকল্পনা স্ত্রী ডোনাকেই করতে হতো ।  অন্যান্য বছরগুলিতে সৌরভের জন্মদিন পালনের অনুষ্ঠানগুলো অন্যভাবে পালিত হত ।  তবে করোনা পরিস্থিতিতে সেসব হচ্ছে না। এছাড়াও এবারের জন্মদিন কিছুটা আলাদা। ইতিমধ্যে দুবার হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ। কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল তাঁর। তাই এবার খাওয়া-দাওয়ার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা থাকবে।। সৌরভ এমনিতে খাদ্যরসিক। বিরিয়ানি তাঁর পছন্দের। তবে এবার প্রিয় ডিশ চেখে দেখা হবে না সৌরভের। চিকিৎসকের  পরামর্শ মেনে তিনি এখন নির্দিষ্ট ডায়েটে রয়েছেন। মহারাজের উনপঞ্চাশতম জন্মদিনে  রইলো অনেক শুভেচ্ছা।