২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মানব পাচারের অভিযোগে গ্রেফতার ৪ বাংলাদেশী সহ বিজেপি নেতা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ জুলাই ২০২১, শনিবার
  • / 1

পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ   মোটা  টাকার বিনিময়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে লোক  ভারতে ঢোকানোর অভিযোগে  এক রাজনৈতিক নেতা সহ পাঁচ জন বাংলাদেশীকে গ্রেফতার করল  উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ  ব্লকের হেমনগর কোস্টাল থানার পুলিশ। ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া সুন্দরবনের সামসেরনগর এলাকার ঘটনা।   আন্তর্জাতিক সীমানা পেরিয়ে  মানব পাচারের  অভিযোগ স্থানীয় ওই বিজেপি নেতা নিমাই রায়ের বিরুদ্ধে। স্থানীয় সূত্র থেকে জানা যায়,  ওই নেতা বেশ কিছুদিন ধরেই যুক্ত এই কাজের সঙ্গে।

শনিবার ভোর রাতে হেমনগর থানার পারঘুমটি এলাকার বাড়ি থেকে ওই মানব পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। এলাকায় বিজেপি দলের কর্মী হিসাবে পরিচিত ওই ব্যক্তি। নিমাই রায়ের বিরুদ্ধে অভিযোগ,  টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে নৌকা করে কালিন্দী নদী পার হয়ে বাংলাদেশীদের নিয়ে  এদেশের  সামসেরনগরের কমলাখালিতে এসে  উঠত। পুলিশ খবর পেয়ে ওই বিজেপি নেতা নিমাই রায়  সহ পাঁচ বাংলাদেশীকে গ্রেফতার করে বলে জানা যায়। শুধুই পাচার চক্রের সঙ্গে জড়িত না কোনও উদ্দেশ্য আছে তা পুলিশ তদন্ত করে দেখছে। এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। এর বিরুদ্ধে আগেই অভিযোগ ছিল পুলিশের।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আন্তর্জাতিক মানব পাচারের অভিযোগে গ্রেফতার ৪ বাংলাদেশী সহ বিজেপি নেতা

আপডেট : ২৪ জুলাই ২০২১, শনিবার

পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ   মোটা  টাকার বিনিময়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে লোক  ভারতে ঢোকানোর অভিযোগে  এক রাজনৈতিক নেতা সহ পাঁচ জন বাংলাদেশীকে গ্রেফতার করল  উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ  ব্লকের হেমনগর কোস্টাল থানার পুলিশ। ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া সুন্দরবনের সামসেরনগর এলাকার ঘটনা।   আন্তর্জাতিক সীমানা পেরিয়ে  মানব পাচারের  অভিযোগ স্থানীয় ওই বিজেপি নেতা নিমাই রায়ের বিরুদ্ধে। স্থানীয় সূত্র থেকে জানা যায়,  ওই নেতা বেশ কিছুদিন ধরেই যুক্ত এই কাজের সঙ্গে।

শনিবার ভোর রাতে হেমনগর থানার পারঘুমটি এলাকার বাড়ি থেকে ওই মানব পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। এলাকায় বিজেপি দলের কর্মী হিসাবে পরিচিত ওই ব্যক্তি। নিমাই রায়ের বিরুদ্ধে অভিযোগ,  টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে নৌকা করে কালিন্দী নদী পার হয়ে বাংলাদেশীদের নিয়ে  এদেশের  সামসেরনগরের কমলাখালিতে এসে  উঠত। পুলিশ খবর পেয়ে ওই বিজেপি নেতা নিমাই রায়  সহ পাঁচ বাংলাদেশীকে গ্রেফতার করে বলে জানা যায়। শুধুই পাচার চক্রের সঙ্গে জড়িত না কোনও উদ্দেশ্য আছে তা পুলিশ তদন্ত করে দেখছে। এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। এর বিরুদ্ধে আগেই অভিযোগ ছিল পুলিশের।