বিজেপি ভাঙন অব্যাহত, বীরভূমে ফের কয়েকশো পরিবারের কর্মী সমর্থকের তৃণমূলে যোগদান

- আপডেট : ১৭ জুলাই ২০২১, শনিবার
- / 0
কৌশিক সালুই, বীরভূম: বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে রাজ্যজুড়ে বিজেপি ভাঙন অব্যাহত। শনিবার বীরভূমের মহম্মদ বাজার ব্লকের ডেউচা গ্রাম পঞ্চায়েতের কয়েকশো পরিবারের কর্মী-সমর্থকরা শাসক দল তৃণমূল কংগ্রেস এর নাম লেখালেন।

এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে ডেউচা অঞ্চল সভাপতি শান্তি গোপাল বন্দ্যোপাধ্যায় মহম্মদ বাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস সিনহা কার্যকরী সভাপতি রাফেউল হকের হাত ধরে তারা তৃণমূলে যোগদান করলেন। ডেউচা গ্রাম পঞ্চায়েতের রায়পুর সংসদের বিজেপির নেতা রাজীব পাল এবং তার অনুগামী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারীদের দাবি মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আর কিছু নেই বিজেপির কাছে, উন্নয়নের স্বার্থে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। যদিও বিজেপি নেতৃত্বের পাল্টা দাবি ওই সংসদ এলাকার যারা এ দিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন কেউ বিজেপি নেতৃত্ব বা কর্মী নন। তাদের সিংহভাগ বাম কর্মী সমর্থক বলে জানি তবে সেই সংখ্যা খুবই নগণ্য মাত্র। জেলাজুড়ে শাসকদলের জয়জয়কার হলেও বহু বুথ এলাকায় তৃণমূল কংগ্রেস বিজেপি থেকে পিছিয়ে আছে।
সম্প্রতি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল সে সমস্ত এলাকার স্থানীয় নেতৃত্ব পরিবর্তন করেছেন এবং সে পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার সুফল মিলছে শুরু করেছে শাসক দলের পক্ষে।
ডেউচা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তি গোপাল বন্দ্যোপাধ্যায় বলেন, ” সবেমাত্র দলের সংগঠনের কাজ করার দায়িত্ব পেয়েছি। ইতিমধ্যে এলাকার বহু বিরোধী নেতাকর্মী দলে যোগদান করার জন্য দরবার করতে শুরু করেছেন। এদিন সেই কর্মসূচি শুরু হল যা আগামী দিনে অব্যাহত থাকবে”।