চিনে পরমাণু বিজ্ঞানীর রহস্যমৃত্যু! ঘটনায় ষড়যন্ত্রের ইঙ্গিত

- আপডেট : ১৯ জুন ২০২১, শনিবার
- / 0

পুবের কলম, ওয়েবডেস্ক: চিনের পরমাণু বিজ্ঞানীর
মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। বৃহস্পতিবার একটি বহুতল আবাসন পড়ে মারা যান চিনের
এই বিজ্ঞানী ঝাং ঝিজিয়ান।
এই ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই মৃত্যু আত্মহত্যা না খুন তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত,
চিনের ‘হারবিন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি’র ভাইস–প্রেসিডেন্ট ছিলেন বিজ্ঞানী ঝিজিয়ান। এছাড়াও তিনি ছিলেন ‘চাইনিজ নিউক্লিয়ার সোসাইটি’র এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদেও আসীন ছিলেন।
এদিকে, এই ঘটনায় শোকস্তব্ধ হারবিন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৭ জুন একটি বহুতল ভবন থেকে পড়ে মৃত্যু হয়েছে বিজ্ঞানী ঝাং ঝিজিয়ানের। তার পরিবারের প্রতি বিশ্ববিদ্যালয় গভীর সমবেদনা জানাচ্ছে’।
মৃত্যুতে গভীর ষড়যন্ত্রের ছায়া দেখছেন অনেকেই। তবে প্রকাশ্যে কেউ কিছুই বলতে
চাইছেন না। তবে বিজ্ঞানীর মৃত্যুকে খুন বলতেও নারাজ তারা। তবে কি কেমন হল যার জন্য
বিজ্ঞানী তাঁর নিজের জীবনকে শেষ করে দিলেন।এই ঘটনার পিছনে অনেকেই বিদেশি শক্তির
হাত বলে মনে করছেন। তবে সবই এখন
তদন্তসাপেক্ষ্য।