১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিগত ২৪ ঘন্টায় আফগানিস্তানে নিকেশ ২৫৮ জন তালিবান

  • আপডেট : ২০ জুন ২০২১, রবিবার
  • / 0

পুবের কলম ওয়েবডেস্কঃ আফগানিস্তানের  বিভিন্ন প্রদেশে গত ২৪ ঘণ্টায় সরকারি বাহিনীর বিমান ও স্থল হামলায় অন্তত ২৫৮ জন তালিবান  নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন  আরও ১৫৬ জন।
শনিবার আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে  বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, সরকারি বাহিনী ১৩টি প্রদেশে বিমান ও স্থল পথে এই অভিযান পরিচালনা করে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরও  জানা যাচ্ছে , তালিবানদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয় নানগাহার, লাগমান, পাকটিয়া, জাবুল, হিরাত, ফারাহ, ঘোর, ফারাব, বলখি, জা্ওযান, হেলমান, টেকহার এবং বাগলাহান প্রদেশে।
রিপোর্টে আরও বলা হয়েছে, সরকারি বাহিনী ফরিয়ায় শিরিন তাগাব জেলা এবং বাঘলানের দহনা-ই-ঘোরি থেকে নিরাপত্তা বাহিনী সরিয়ে নিয়েছে।
 অন্যদিকে, ময়দান ওয়ার্ডাং প্রদেশের তালিবান বাহিনী দখলে নিয়েছে।১ মে আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য ন্যাটো সেনাদের সরকারিভাবে প্রত্যাহারের পর থেকে তালিবানরা প্রাদেশিক রাজধানী, জেলা, ঘাঁটি এবং চেকপোস্টে হামলা বাড়াতে থাকে। এই কারণে গত কয়েক সপ্তাহের মধ্যে প্রায় ১০ হাজার আফগান বাস্তুচ্যুত হয়েছে। 
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি মোতাবেক আফগানিস্তান থেকে এ বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহারের কাজ শেষ হবে।
Tag :

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিগত ২৪ ঘন্টায় আফগানিস্তানে নিকেশ ২৫৮ জন তালিবান

আপডেট : ২০ জুন ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ আফগানিস্তানের  বিভিন্ন প্রদেশে গত ২৪ ঘণ্টায় সরকারি বাহিনীর বিমান ও স্থল হামলায় অন্তত ২৫৮ জন তালিবান  নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন  আরও ১৫৬ জন।
শনিবার আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে  বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, সরকারি বাহিনী ১৩টি প্রদেশে বিমান ও স্থল পথে এই অভিযান পরিচালনা করে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরও  জানা যাচ্ছে , তালিবানদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয় নানগাহার, লাগমান, পাকটিয়া, জাবুল, হিরাত, ফারাহ, ঘোর, ফারাব, বলখি, জা্ওযান, হেলমান, টেকহার এবং বাগলাহান প্রদেশে।
রিপোর্টে আরও বলা হয়েছে, সরকারি বাহিনী ফরিয়ায় শিরিন তাগাব জেলা এবং বাঘলানের দহনা-ই-ঘোরি থেকে নিরাপত্তা বাহিনী সরিয়ে নিয়েছে।
 অন্যদিকে, ময়দান ওয়ার্ডাং প্রদেশের তালিবান বাহিনী দখলে নিয়েছে।১ মে আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য ন্যাটো সেনাদের সরকারিভাবে প্রত্যাহারের পর থেকে তালিবানরা প্রাদেশিক রাজধানী, জেলা, ঘাঁটি এবং চেকপোস্টে হামলা বাড়াতে থাকে। এই কারণে গত কয়েক সপ্তাহের মধ্যে প্রায় ১০ হাজার আফগান বাস্তুচ্যুত হয়েছে। 
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি মোতাবেক আফগানিস্তান থেকে এ বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহারের কাজ শেষ হবে।