২২ মার্চ ২০২৫, শনিবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

অবাধে পশু বিচরণ রুখতে উদ্যোগ নিল বোলপুর পুরসভা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ জুলাই ২০২১, বুধবার
  • / 1

দেবশ্রী মজুমদার, বোলপুর: বোলপুর শহরে অবাধ পশু বিচরণ রুখতে গবাদি পশুর মালিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বোলপুর পুরসভা। এই সিদ্ধান্তের ফলে অহেতুক যানজটে ভোগান্তির শিকার থেকে  পুরবাসীরা রেহাই পাবেন বলে মনে করছে বর্তমান পুর প্রশাসক মণ্ডলী। সেই নিয়ম বলা হয়েছে যে,  শহরের গুরুত্বপূর্ণ রোড গুলিতে গবাদি পশু বিচরণ করলে,  তাদেরকে ধরে কাশিপুরের খোয়াড়ে রাখা হবে। তাদের দেখভাল করার জন্য ওই এলাকার দুই বাসিন্দাকে নিয়োগ করা হয়েছে।

মঙ্গলবার রাতে ৯টি গবাদি পশুকে ধরে খোয়াড়ে পুরে দেয় বোলপুর পুরসভার কর্মীরা। এবিষয়ে বোলপুর পুরসভার বোর্ডের চেয়ারপার্সন পর্ণা ঘোষ বলেন,  আমরা শহরের যানজট রুখতে এই পদক্ষেপ গ্রহণ করেছি। কিন্ত বেশ কিছুদিন ধরে মাইকিং প্রচার করার পরও মানুষজনকে সচেতন হতে দেখা যায় নি।

মঙ্গলবার রাতে ৮টি বড় গরু ও ১ টি ছোটো বাছুর ধরা হয়। তাদেরকে খোয়াড়ে রাখা হয়েছে। মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের জন্য হোয়াটস অ্যাপ নম্বর দেওয়া হয়েছে। নির্দিষ্ট জরিমানা দিয়ে গবাদি পশু ছাড়িয়ে নিয়ে যেতে বলা হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অবাধে পশু বিচরণ রুখতে উদ্যোগ নিল বোলপুর পুরসভা

আপডেট : ১৪ জুলাই ২০২১, বুধবার

দেবশ্রী মজুমদার, বোলপুর: বোলপুর শহরে অবাধ পশু বিচরণ রুখতে গবাদি পশুর মালিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বোলপুর পুরসভা। এই সিদ্ধান্তের ফলে অহেতুক যানজটে ভোগান্তির শিকার থেকে  পুরবাসীরা রেহাই পাবেন বলে মনে করছে বর্তমান পুর প্রশাসক মণ্ডলী। সেই নিয়ম বলা হয়েছে যে,  শহরের গুরুত্বপূর্ণ রোড গুলিতে গবাদি পশু বিচরণ করলে,  তাদেরকে ধরে কাশিপুরের খোয়াড়ে রাখা হবে। তাদের দেখভাল করার জন্য ওই এলাকার দুই বাসিন্দাকে নিয়োগ করা হয়েছে।

মঙ্গলবার রাতে ৯টি গবাদি পশুকে ধরে খোয়াড়ে পুরে দেয় বোলপুর পুরসভার কর্মীরা। এবিষয়ে বোলপুর পুরসভার বোর্ডের চেয়ারপার্সন পর্ণা ঘোষ বলেন,  আমরা শহরের যানজট রুখতে এই পদক্ষেপ গ্রহণ করেছি। কিন্ত বেশ কিছুদিন ধরে মাইকিং প্রচার করার পরও মানুষজনকে সচেতন হতে দেখা যায় নি।

মঙ্গলবার রাতে ৮টি বড় গরু ও ১ টি ছোটো বাছুর ধরা হয়। তাদেরকে খোয়াড়ে রাখা হয়েছে। মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের জন্য হোয়াটস অ্যাপ নম্বর দেওয়া হয়েছে। নির্দিষ্ট জরিমানা দিয়ে গবাদি পশু ছাড়িয়ে নিয়ে যেতে বলা হয়েছে।