২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সবচেয়ে বেঁটে বরের সবচেয়ে লম্বা বউ! গিনেস রেকর্ডে নাম উঠল দম্পতির

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ জুন ২০২১, শনিবার
  • / 1

পুবের কলম, ওয়েবডেস্ক: ১ কোটিতে নয়, ১০০ কোটিতেও নয়, বিশ্বে একটাই এমন হয়। ব্রিটেনের এই বিবাহিত যুগল তাদের দৈহিক উচ্চতায় ব্যাপক ফারাকের জন্য ওয়ার্ল্ড গিনেস রেকর্ডে নাম তুলেছেন। মিস্টার জেমসের উচ্চতা ৩ ফুট ৭ ইঞ্চি এবং তাঁর স্ত্রী মিসেস ক্লোয়ের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। দম্পতির দৈহিক উচ্চতায় এই তারতম্যের কারণেই তাঁরা বিশ্ব রেকর্ড তৈরি করেছেন। জানা গেছে,  ক্লোয়ের স্বামী জেমস ডায়াস্ট্রফিক ডিসলেপ্সিয়া নামক একটি বিরল জিনগত রোগে আক্রান্ত। এ কারণে তিনি তাঁর বিবাহিত জীবনের আগে হীনমন্যতায় ভুগতেন। ভাবতেন, কখনই হয়তো জীবনসঙ্গী জুটবে না কপালে। কিন্তু পাঁচ বছর আগে জেমস তাঁর সঙ্গী হিসাবে ক্লোকে পেয়ে যান। বর্তমানে বিশ্ব রেকর্ড গড়া এই দম্পতির একটি ২ বছরের কন্যাসন্তানও রয়েছে। দৈহিক উচ্চতার বিস্তর পার্থক্য থাকলেও বেশ কিছু ক্ষেত্রে তাদের মিলও রয়েছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে এই ব্রিটিশ দম্পতি তাদের নাম তুলে নেয় জুনের ২ তারিখ। জেমস পেশায় একজন সঞ্চালক ও ক্লো একজন শিক্ষিকা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সবচেয়ে বেঁটে বরের সবচেয়ে লম্বা বউ! গিনেস রেকর্ডে নাম উঠল দম্পতির

আপডেট : ২৬ জুন ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ১ কোটিতে নয়, ১০০ কোটিতেও নয়, বিশ্বে একটাই এমন হয়। ব্রিটেনের এই বিবাহিত যুগল তাদের দৈহিক উচ্চতায় ব্যাপক ফারাকের জন্য ওয়ার্ল্ড গিনেস রেকর্ডে নাম তুলেছেন। মিস্টার জেমসের উচ্চতা ৩ ফুট ৭ ইঞ্চি এবং তাঁর স্ত্রী মিসেস ক্লোয়ের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। দম্পতির দৈহিক উচ্চতায় এই তারতম্যের কারণেই তাঁরা বিশ্ব রেকর্ড তৈরি করেছেন। জানা গেছে,  ক্লোয়ের স্বামী জেমস ডায়াস্ট্রফিক ডিসলেপ্সিয়া নামক একটি বিরল জিনগত রোগে আক্রান্ত। এ কারণে তিনি তাঁর বিবাহিত জীবনের আগে হীনমন্যতায় ভুগতেন। ভাবতেন, কখনই হয়তো জীবনসঙ্গী জুটবে না কপালে। কিন্তু পাঁচ বছর আগে জেমস তাঁর সঙ্গী হিসাবে ক্লোকে পেয়ে যান। বর্তমানে বিশ্ব রেকর্ড গড়া এই দম্পতির একটি ২ বছরের কন্যাসন্তানও রয়েছে। দৈহিক উচ্চতার বিস্তর পার্থক্য থাকলেও বেশ কিছু ক্ষেত্রে তাদের মিলও রয়েছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে এই ব্রিটিশ দম্পতি তাদের নাম তুলে নেয় জুনের ২ তারিখ। জেমস পেশায় একজন সঞ্চালক ও ক্লো একজন শিক্ষিকা।