১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যৌন নির্যাতন করে হত্যা! কানাডার ক্যাথলিক বোর্ডিং স্কুলের পাশে মিলল ৭৫১টি কবরের সন্ধান

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ জুন ২০২১, শনিবার
  • / 0

তথাকথিত ‍‌‌‌‌‌‌’সভ্য’ সমাজের খ্রিস্টান শিক্ষকরা ক্যাথলিক বোর্ডিং স্কুলগুলিতে ভর্তি কিশোর ও কিশোরীদের যৌন লালসার শিকার বানাতেন। শারীরিক চাহিদা মিটে গেলেই হত্যা করা হত এই নিস্পাপ শিক্ষার্থীদের।এরপর সেই মৃতদেহগুলিকে স্কুলের পাশের কোনও জমিতে লোকচক্ষুর আড়ালে দাফন করা হত।

পুবের কলম, ওয়েবডেস্ক: বৃহস্পতিবার কানাডার সাসকাচেওয়ান প্রদেশের একটি প্রাক্তন ক্যাথলিক বোর্ডিং স্কুলের পার্শ্ববর্তী এলাকা থেকে ৭৫১টি কবরের সন্ধান মিলেছে। বসতি স্থাপনে জন্য খননকাজ চালাতে গিয়ে কবরগুলির সন্ধান পেয়েছেন দেশটির কাওয়েসেস নামক আদিবাসী সম্প্রদায়ের লোকজন। সাসকাচেওয়ান প্রদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কাওয়েসেস এলাকায় মারিয়েভাল ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলটি ১৮৯৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ক্যাথলিক খ্রিস্টানদের দ্বারা পরিচালিত হয়েছে। সেই স্কুলটির পাশেই খননকাজ চালিয়ে কবর পাওয়ার পর কাওয়েসেস আদিবাসী প্রধান ক্যাডমাস ডেলোরমি বলেন, ‘আমরা সহানুভূতি চাইছি না, কিন্তু বোঝাপড়া করতে বলছি।’

১৯ ও ২০তম শতাব্দীতে আদিবাসী শিশুদের সভ্য করে তোলার নামে কানাডায় চালু ছিল ১৩০টিরও বেশি ক্যাথলিক আবাসিক স্কুল। সেদেশের সরকার ও ধর্মীয় কর্তৃপক্ষ এই স্কুলগুলি পরিচালনা করত। তবে স্কুলগুলিতে ভর্তি কিশোর ও কিশোরীদের যৌন লালসার শিকার বানাতেন তথাকথিত ‍‌‌‌‌‌‌’সভ্য’ সমাজের ক্যাথলিক শিক্ষকরা। শারীরিক চাহিদা মিটে গেলেই হত্যা করা হত এই নিস্পাপ শিক্ষার্থীদের। এরপর সেই দেহগুলিকে স্কুলের পাশের কোনও জমিতে দাফন করা হত। বিগত মাসে ব্রিটিশ কলম্বিয়ায় ২৫১টি আদিবাসী শিশুর দেহাবশেষ পাওয়ার পর সাসকাচেওয়ান প্রদেশে অবস্থিত পুরনো ক্যাথলিক বোর্ডিং স্কুলগুলির আশপাশে কবর খোঁজার উদ্যোগ নেয় সমাজসেবী সংস্থা কাওয়েসেস ফার্স্ট নেশন। গ্রাউন্ড পেনেট্রেটিং রাডারের সাহায্যে ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলে কবরের অনুসন্ধান শুরু হয়।

সংস্থার প্রধান কাডমাস ডেলোরমে জানান, এই কবরগুলো একসময় ফলকযুক্ত থাকলেও পরে হয়তো রোমান ক্যাথলিকরা কবরের ফলক সরিয়ে নেয়। তবে সবগুলো কবর মৃত আদিবাসী শিশুদের কি না তা নিশ্চিত নয়।

উল্লেখ্য, ১৮৬৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দেড় লক্ষাধিক আদিবাসী শিশুকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে আবাসিক স্কুলে পাঠানোর সরকারি নিয়ম ছিল। এই শিশুদের নিজেদের ভাষা, সংস্কৃতি চর্চার অনুমতি ছিল না। অনেক শিশুই ক্যাথলিক ধর্মগুরু ও শিক্ষকদের হাতে নির্যাতন ও নিপীড়নের শিকার হত। স্কুলগুলোর নোংরা পরিবেশ, অস্বাস্থ্যকর ব্যবস্থাপনা ও কর্তৃপক্ষের নিপীড়নেই হাজারো শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ দিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাসকাচেওয়ানে গণকবর আবিষ্কারের ঘটনায় দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে বলেন, ‘আদিবাসী জনগণ যে নিয়মতান্ত্রিক বর্ণবাদ, বৈষম্য ও অন্যায়ের শিকার হয়েছিলেন, এটি তার লজ্জাজনক উদাহরণ।’ গত মাসে কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলম্বিয়ার কামলুপস এলাকার পুরনো একটি আবাসিক স্কুলের ভবন থেকেও ২১৫টি শিশুর দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল। ওই স্কুলটি ১৯৭৮ সালে বন্ধ ঘোষণা করা হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যৌন নির্যাতন করে হত্যা! কানাডার ক্যাথলিক বোর্ডিং স্কুলের পাশে মিলল ৭৫১টি কবরের সন্ধান

আপডেট : ২৬ জুন ২০২১, শনিবার

তথাকথিত ‍‌‌‌‌‌‌’সভ্য’ সমাজের খ্রিস্টান শিক্ষকরা ক্যাথলিক বোর্ডিং স্কুলগুলিতে ভর্তি কিশোর ও কিশোরীদের যৌন লালসার শিকার বানাতেন। শারীরিক চাহিদা মিটে গেলেই হত্যা করা হত এই নিস্পাপ শিক্ষার্থীদের।এরপর সেই মৃতদেহগুলিকে স্কুলের পাশের কোনও জমিতে লোকচক্ষুর আড়ালে দাফন করা হত।

পুবের কলম, ওয়েবডেস্ক: বৃহস্পতিবার কানাডার সাসকাচেওয়ান প্রদেশের একটি প্রাক্তন ক্যাথলিক বোর্ডিং স্কুলের পার্শ্ববর্তী এলাকা থেকে ৭৫১টি কবরের সন্ধান মিলেছে। বসতি স্থাপনে জন্য খননকাজ চালাতে গিয়ে কবরগুলির সন্ধান পেয়েছেন দেশটির কাওয়েসেস নামক আদিবাসী সম্প্রদায়ের লোকজন। সাসকাচেওয়ান প্রদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কাওয়েসেস এলাকায় মারিয়েভাল ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলটি ১৮৯৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ক্যাথলিক খ্রিস্টানদের দ্বারা পরিচালিত হয়েছে। সেই স্কুলটির পাশেই খননকাজ চালিয়ে কবর পাওয়ার পর কাওয়েসেস আদিবাসী প্রধান ক্যাডমাস ডেলোরমি বলেন, ‘আমরা সহানুভূতি চাইছি না, কিন্তু বোঝাপড়া করতে বলছি।’

১৯ ও ২০তম শতাব্দীতে আদিবাসী শিশুদের সভ্য করে তোলার নামে কানাডায় চালু ছিল ১৩০টিরও বেশি ক্যাথলিক আবাসিক স্কুল। সেদেশের সরকার ও ধর্মীয় কর্তৃপক্ষ এই স্কুলগুলি পরিচালনা করত। তবে স্কুলগুলিতে ভর্তি কিশোর ও কিশোরীদের যৌন লালসার শিকার বানাতেন তথাকথিত ‍‌‌‌‌‌‌’সভ্য’ সমাজের ক্যাথলিক শিক্ষকরা। শারীরিক চাহিদা মিটে গেলেই হত্যা করা হত এই নিস্পাপ শিক্ষার্থীদের। এরপর সেই দেহগুলিকে স্কুলের পাশের কোনও জমিতে দাফন করা হত। বিগত মাসে ব্রিটিশ কলম্বিয়ায় ২৫১টি আদিবাসী শিশুর দেহাবশেষ পাওয়ার পর সাসকাচেওয়ান প্রদেশে অবস্থিত পুরনো ক্যাথলিক বোর্ডিং স্কুলগুলির আশপাশে কবর খোঁজার উদ্যোগ নেয় সমাজসেবী সংস্থা কাওয়েসেস ফার্স্ট নেশন। গ্রাউন্ড পেনেট্রেটিং রাডারের সাহায্যে ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলে কবরের অনুসন্ধান শুরু হয়।

সংস্থার প্রধান কাডমাস ডেলোরমে জানান, এই কবরগুলো একসময় ফলকযুক্ত থাকলেও পরে হয়তো রোমান ক্যাথলিকরা কবরের ফলক সরিয়ে নেয়। তবে সবগুলো কবর মৃত আদিবাসী শিশুদের কি না তা নিশ্চিত নয়।

উল্লেখ্য, ১৮৬৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দেড় লক্ষাধিক আদিবাসী শিশুকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে আবাসিক স্কুলে পাঠানোর সরকারি নিয়ম ছিল। এই শিশুদের নিজেদের ভাষা, সংস্কৃতি চর্চার অনুমতি ছিল না। অনেক শিশুই ক্যাথলিক ধর্মগুরু ও শিক্ষকদের হাতে নির্যাতন ও নিপীড়নের শিকার হত। স্কুলগুলোর নোংরা পরিবেশ, অস্বাস্থ্যকর ব্যবস্থাপনা ও কর্তৃপক্ষের নিপীড়নেই হাজারো শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ দিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাসকাচেওয়ানে গণকবর আবিষ্কারের ঘটনায় দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে বলেন, ‘আদিবাসী জনগণ যে নিয়মতান্ত্রিক বর্ণবাদ, বৈষম্য ও অন্যায়ের শিকার হয়েছিলেন, এটি তার লজ্জাজনক উদাহরণ।’ গত মাসে কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলম্বিয়ার কামলুপস এলাকার পুরনো একটি আবাসিক স্কুলের ভবন থেকেও ২১৫টি শিশুর দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল। ওই স্কুলটি ১৯৭৮ সালে বন্ধ ঘোষণা করা হয়।