ঢাকায় ‘আসাম ভাষা দিবস’ উদযাপন
- আপডেট : ১৯ মে ২০২৪, রবিবার
- / 0
পুবের কলম, ওয়েব ডেস্কঃ যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা বাংলার অধিকার রক্ষার আন্দোলনে অসমের ভাষা শহিদদের স্মরণ করা হল পড়শি দেশ বাংলাদেশের ঢাকায়। রবিবার সকালে সাড়ে আটটা নাগাদ ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের উদ্যোগে ‘আসাম ভাষা দিবস’ উপলক্ষে প্রভাতফেরি, শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ দিন ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি ডঃ মোমতাজউদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী উপাচার্য অধ্যাপক ডঃ সীতেশ চন্দ্র বাছার। বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক শামসুল হুদা, মুক্তিযোদ্ধা অধ্যাপক নিরঞ্জন অধিকারী, ডঃ আশীষ কুমার বৈদ্য, শিক্ষাবিদ ও ইতিহাসবিদ আজিজুল হক, সমাজসেবী ও সাহিত্যিক জানে আলম শেখ।
এ দিনের সভায় বক্তারা অসমে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন ১ মিনিট নীরবতা পালন করেন। পাশাপাশি তাদের বক্তব্যের মধ্যে দিয়ে শহিদদের স্বপ্নকে সত্যি করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন।
প্রসঙ্গত, বাংলাভাষী বরাক উপত্যকায় অসম সরকার অসমিয়া ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে এবং বাংলাকে সময়ে দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে সবীকৃতির দাবিতে টানা আন্দোলনের অংশ হিসাবে ১৯৬১ সালের ১৯ মে শিলচর রেল স্টেশনে ট্রেন অবরোধ করেন আন্দোলনকারীরা। অসম সরকারের পুলিশ ভাষা আন্দোলন নসাৎ করার জন্য বেছে নেন চরম নির্যাতনের পথ। ওই দিন দুপুরে শিলচর রেল স্টেশনে তারা ধর্মঘটরত জনতার ওপর নির্বিচারে গুলি চালায়। শত শত লোক আহত হন। গুলিতে নিহত হন ১১ জন।