২২ মার্চ ২০২৫, শনিবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দুই হাত নেই! পা দিয়ে গাড়ি চালিয়ে ড্রাইভিং লাইসেন্স পেলেন যুবক

Shamima Ahasana
  • আপডেট : ৪ মে ২০২৪, শনিবার
  • / 0

পুবের কলম, ওয়েব ডেস্ক: ইচ্ছে থাকলে উপায় ঠিকই বেরিয়ে আসে। ছোটবেলায় একটি দূর্ঘটনায় নিজের দুই হাতের কনুইয়ের নিচের অংশ হারিয়েছিলেন তামিলনাড়ুর কে থানসেন। এখন তার বয়স ৩১ বছর। আইন বিষয়ে মাস্টার্স করছেন চেন্নাইয়ের বাসিন্দা থানসেন। দু’হাত না থাকলেও থানসেন ভেবেছিলেন, অফিস–কাছারি বা পরিবারের সঙ্গে ঘুরতে গেলে তিনি অন্যের উপর নির্ভর করবেন না, বরং নিজেই চালাবেন নিজের গাড়ি। কিন্তু গাড়ি চালাতে তো হাত লাগে। অথচ থানসেনের নেই হাত। তবে হাত না থাকলেও আছে অদম্য ইচ্ছা। আর সেই ইচ্ছার কারণেই দুই পা দিয়ে গাড়ি চালিয়ে স্পেশাল ড্রাইভিং লাইসেন্স পেলেন কে থানসেন। ডক্টর আম্বেদকর গর্ভমেন্ট ল কলেজের ছাত্র থানসেন যখন গাড়ি চালানো শিখছিলেন, তখন অনেকেই তাকে নিরুৎসাহিত করেছিল। তবে কিছু মানুষ এগিয়ে এসে, তার পিঠও চাপড়ে দেয়। নিজ উদ্যোগে ট্রেনিং সেন্টার থেকে গাড়ি চালানো শিখে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন তিনি। এরপর চিকিৎসকরা জানিয়ে দেন, গাড়ি চালানোর জন্য সম্পূর্ণ সুস্থ সে। চিকিৎসকের সার্টিফিকেট পাওয়ার পরই নর্থ চেন্নাই রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস থেকে স্পেশাল ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে ওই যুবককে। গাড়িটিকে তার প্রয়োজনমতো মডিফাই করা হয়েছে। হর্ন, ইন্ডিকেটর, ওয়াইপার এবং লাইটের সুইচ রাখা হয়েছে হ্যান্ড ব্রেকের কাছে।

এক পায়ে স্টিয়ারিং ধরেন থানসেন আর অন্য পায়ে অ্যাক্সিলারেটর ও ব্রেক। প্রয়োজনে কেটে যাওয়া হাতের উপরের অংশ ব্যবহার করেন। গাড়ি চালানোর স্বপ্ন তার অনেক পুরনো। এবার লাইসেন্স পেয়ে বেজায় খুশি। থানসেন জানিয়েছেন, তার পরবর্তী টার্গেট বাইক। ইতিমধ্যেই বাইক চালানো শেখা শুরু করেছেন তিনি। তবে লাইসেন্সের জন্য এখনও আবেদন করা হয়নি।

গাড়ির লাইসেন্স পাওয়ার আগে নিজের সঙ্গে সংবাদপত্রের একটি ছবি বয়ে বেড়াতেন এই আইন পড়ুয়া। সেই ছবিতে কেরলের একটি মেয়েকে হাত ছাড়াই, পা দিয়ে গাড়ি চালাতে দেখা গেছিল। সেই ছবির ভিত্তিতেই ড্রাইভিং লাইসেন্সের আবেদন করেন তিনি।

 

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুই হাত নেই! পা দিয়ে গাড়ি চালিয়ে ড্রাইভিং লাইসেন্স পেলেন যুবক

আপডেট : ৪ মে ২০২৪, শনিবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: ইচ্ছে থাকলে উপায় ঠিকই বেরিয়ে আসে। ছোটবেলায় একটি দূর্ঘটনায় নিজের দুই হাতের কনুইয়ের নিচের অংশ হারিয়েছিলেন তামিলনাড়ুর কে থানসেন। এখন তার বয়স ৩১ বছর। আইন বিষয়ে মাস্টার্স করছেন চেন্নাইয়ের বাসিন্দা থানসেন। দু’হাত না থাকলেও থানসেন ভেবেছিলেন, অফিস–কাছারি বা পরিবারের সঙ্গে ঘুরতে গেলে তিনি অন্যের উপর নির্ভর করবেন না, বরং নিজেই চালাবেন নিজের গাড়ি। কিন্তু গাড়ি চালাতে তো হাত লাগে। অথচ থানসেনের নেই হাত। তবে হাত না থাকলেও আছে অদম্য ইচ্ছা। আর সেই ইচ্ছার কারণেই দুই পা দিয়ে গাড়ি চালিয়ে স্পেশাল ড্রাইভিং লাইসেন্স পেলেন কে থানসেন। ডক্টর আম্বেদকর গর্ভমেন্ট ল কলেজের ছাত্র থানসেন যখন গাড়ি চালানো শিখছিলেন, তখন অনেকেই তাকে নিরুৎসাহিত করেছিল। তবে কিছু মানুষ এগিয়ে এসে, তার পিঠও চাপড়ে দেয়। নিজ উদ্যোগে ট্রেনিং সেন্টার থেকে গাড়ি চালানো শিখে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন তিনি। এরপর চিকিৎসকরা জানিয়ে দেন, গাড়ি চালানোর জন্য সম্পূর্ণ সুস্থ সে। চিকিৎসকের সার্টিফিকেট পাওয়ার পরই নর্থ চেন্নাই রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস থেকে স্পেশাল ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে ওই যুবককে। গাড়িটিকে তার প্রয়োজনমতো মডিফাই করা হয়েছে। হর্ন, ইন্ডিকেটর, ওয়াইপার এবং লাইটের সুইচ রাখা হয়েছে হ্যান্ড ব্রেকের কাছে।

এক পায়ে স্টিয়ারিং ধরেন থানসেন আর অন্য পায়ে অ্যাক্সিলারেটর ও ব্রেক। প্রয়োজনে কেটে যাওয়া হাতের উপরের অংশ ব্যবহার করেন। গাড়ি চালানোর স্বপ্ন তার অনেক পুরনো। এবার লাইসেন্স পেয়ে বেজায় খুশি। থানসেন জানিয়েছেন, তার পরবর্তী টার্গেট বাইক। ইতিমধ্যেই বাইক চালানো শেখা শুরু করেছেন তিনি। তবে লাইসেন্সের জন্য এখনও আবেদন করা হয়নি।

গাড়ির লাইসেন্স পাওয়ার আগে নিজের সঙ্গে সংবাদপত্রের একটি ছবি বয়ে বেড়াতেন এই আইন পড়ুয়া। সেই ছবিতে কেরলের একটি মেয়েকে হাত ছাড়াই, পা দিয়ে গাড়ি চালাতে দেখা গেছিল। সেই ছবির ভিত্তিতেই ড্রাইভিং লাইসেন্সের আবেদন করেন তিনি।