২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভবানীপুরের করোনা টিকাকেন্দ্রে আচমকাই হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ জুলাই ২০২১, সোমবার
  • / 1

পুবের কলম, ওয়েবডেস্কঃ আচমকা শহরের কোভিড টিকাকেন্দ্রে হাজির হলেন মুখ্যমন্ত্রী। সোমবার সকালে নবান্নে যাওয়ার আগে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কালীঘাটের কোভিড টিকাকেন্দ্রে হাজির হন মুখ্যমন্ত্রী। ঘুরে দেখলেন টিকাকেন্দ্র। কীভাবে গোটা প্রক্রিয়া চলছে তাও জেনে নেন তিনি। কথা বলেন টিকাকেন্দ্রের আধিকারিকদের সঙ্গে। কোভিড টিকা নেওয়ার জন্য লম্বা লাইন পড়েছিল সেই কেন্দ্রে। লাইনে দাঁড়িয়ে থাকা শহরবাসীর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের সুবিধা-অসুবিধার কথা জানতে কথাও বলেন মুখ্যমন্ত্রী। 

দলীয় সূত্রে খবর, এবার থেকে কোভিড টিকাকেন্দ্রে মাঝেমধ্যেই হাজির হবেন তিনি। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সময় সারপ্রাইজ ভিজিট করেছেন মুখ্যমন্ত্রী। কখনও শহরের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে আচমকা হাজির হয়েছেন তিনি। রোগীদের সঙ্গে কথা বলে জানতে চেয়েছেন তাঁদের সুবিধা-অসুবিধা। আবার কোনও বেচাল দেখলে সরাসরি চিকিৎসক, সুপারদেরও ধমকেছেন মুখ্যমন্ত্রী। শুধু হাসপাতাল নয়, জেলা সফরে গিয়ে আচমকা এলাকায় এলাকায় হেঁটে ঘুরেছেন তিনি। কথা বলেছেন আমজনতার সঙ্গে। আবার শহরের বাজারেও সারপ্রাইজ ভিজিট করেছেন মুখ্যমন্ত্রী। গত বছর করোনা পরিস্থিতিতে বাজারে কীভাবে শারীরিক দূরত্ব মানতে হবে, তাও তিনি শিখিয়ে দিয়েছিলেন। নিজে হাতে বিলি করেছিলেন মাস্ক। এবার সরাসরি টিকাকেন্দ্রে হাজির হলেন তিনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভবানীপুরের করোনা টিকাকেন্দ্রে আচমকাই হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট : ১৯ জুলাই ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আচমকা শহরের কোভিড টিকাকেন্দ্রে হাজির হলেন মুখ্যমন্ত্রী। সোমবার সকালে নবান্নে যাওয়ার আগে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কালীঘাটের কোভিড টিকাকেন্দ্রে হাজির হন মুখ্যমন্ত্রী। ঘুরে দেখলেন টিকাকেন্দ্র। কীভাবে গোটা প্রক্রিয়া চলছে তাও জেনে নেন তিনি। কথা বলেন টিকাকেন্দ্রের আধিকারিকদের সঙ্গে। কোভিড টিকা নেওয়ার জন্য লম্বা লাইন পড়েছিল সেই কেন্দ্রে। লাইনে দাঁড়িয়ে থাকা শহরবাসীর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের সুবিধা-অসুবিধার কথা জানতে কথাও বলেন মুখ্যমন্ত্রী। 

দলীয় সূত্রে খবর, এবার থেকে কোভিড টিকাকেন্দ্রে মাঝেমধ্যেই হাজির হবেন তিনি। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সময় সারপ্রাইজ ভিজিট করেছেন মুখ্যমন্ত্রী। কখনও শহরের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে আচমকা হাজির হয়েছেন তিনি। রোগীদের সঙ্গে কথা বলে জানতে চেয়েছেন তাঁদের সুবিধা-অসুবিধা। আবার কোনও বেচাল দেখলে সরাসরি চিকিৎসক, সুপারদেরও ধমকেছেন মুখ্যমন্ত্রী। শুধু হাসপাতাল নয়, জেলা সফরে গিয়ে আচমকা এলাকায় এলাকায় হেঁটে ঘুরেছেন তিনি। কথা বলেছেন আমজনতার সঙ্গে। আবার শহরের বাজারেও সারপ্রাইজ ভিজিট করেছেন মুখ্যমন্ত্রী। গত বছর করোনা পরিস্থিতিতে বাজারে কীভাবে শারীরিক দূরত্ব মানতে হবে, তাও তিনি শিখিয়ে দিয়েছিলেন। নিজে হাতে বিলি করেছিলেন মাস্ক। এবার সরাসরি টিকাকেন্দ্রে হাজির হলেন তিনি।