১৭ মার্চ ২০২৫, সোমবার, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইসকন কার্যালয়ে পৌঁছে গেল মুখ্যমন্ত্রীর ভোগ, এবার পাইলটকারের প্রহরায় মাসির বাড়ির পথে তিন ভাইবোন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ জুলাই ২০২১, সোমবার
  • / 0

পুবের কলম, ওয়েবডেস্ক: দ্বিতীয় ঢেউয়ের পাশাপাশি  এবার  তৃতীয় ঢেউয়ের ভ্রূকুটি, তাই  সুবর্ণজয়ন্তী বর্ষ হওয়া  স্বত্বেও  এবার  জৌলুসহীন কলকাতা ইসকনের রথযাত্রা উৎসব।  করোনা বিধি  মেনে  এবার রথযাত্রার সূচনা না করলেও আ্যালবার্ট রোডে  কলকাতা ইসকন কার্যালয়ে  পৌঁছে  গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিবেদিত  ভোগ। যা অর্পণ করা হবে  জগন্নাথ, বলভদ্র এবং  সুভদ্রা তিন ভাইবোনকে। এরপর আরতির পর গাড়িতে উঠবেন প্রভু জগন্নাথদেব। গাড়িতে চাপিয়ে জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রাকে আ্যালবার্ট রোডের মন্দির থেকে গুরুসদয় দত্ত রোডের মাসির বাড়়িতে নিয়ে যাওয়া রথযাত্রায় ভক্তদের  ভিড় এড়াতে  এবার পাইলট কারের প্রহরায়  মাসির বাড়ি  যাবেন তিন ভাইবোন কলকাতা পুলিশের পাইলট কার আগাগোড়া এসকর্ট করে নিয়ে যাবে।

ইসকন সূত্রে জানা গিয়েছে, বিগত দিনে ইসকনের রথকে ঘিরে ব্যাপক ভক্ত সমাগম হত। দূর দূরান্ত থেকে বাসিন্দারা রথ দেখতে ভিড় জমাতেন। রথের রশি টানার জন্য ভক্তদের মধ্যে একেবারে হুড়োহুড়ি পড়ে যেত। কলকাতার রাজপথ ধরে সেই রথ গিয়ে পৌঁছাত ময়দানে। সেখানে রথযাত্রা উপলক্ষ্যে উৎসব হত। বিদেশ থেকে ভক্তরা আসতেন ইসকনের রথযাত্রায় অংশ নিতে। কিন্তু করোনা আবহে উৎসবের সেই জাঁকজমকে অনেকটাই কাঁটছাঁট করা হচ্ছে এবার।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসকন কার্যালয়ে পৌঁছে গেল মুখ্যমন্ত্রীর ভোগ, এবার পাইলটকারের প্রহরায় মাসির বাড়ির পথে তিন ভাইবোন

আপডেট : ১২ জুলাই ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: দ্বিতীয় ঢেউয়ের পাশাপাশি  এবার  তৃতীয় ঢেউয়ের ভ্রূকুটি, তাই  সুবর্ণজয়ন্তী বর্ষ হওয়া  স্বত্বেও  এবার  জৌলুসহীন কলকাতা ইসকনের রথযাত্রা উৎসব।  করোনা বিধি  মেনে  এবার রথযাত্রার সূচনা না করলেও আ্যালবার্ট রোডে  কলকাতা ইসকন কার্যালয়ে  পৌঁছে  গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিবেদিত  ভোগ। যা অর্পণ করা হবে  জগন্নাথ, বলভদ্র এবং  সুভদ্রা তিন ভাইবোনকে। এরপর আরতির পর গাড়িতে উঠবেন প্রভু জগন্নাথদেব। গাড়িতে চাপিয়ে জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রাকে আ্যালবার্ট রোডের মন্দির থেকে গুরুসদয় দত্ত রোডের মাসির বাড়়িতে নিয়ে যাওয়া রথযাত্রায় ভক্তদের  ভিড় এড়াতে  এবার পাইলট কারের প্রহরায়  মাসির বাড়ি  যাবেন তিন ভাইবোন কলকাতা পুলিশের পাইলট কার আগাগোড়া এসকর্ট করে নিয়ে যাবে।

ইসকন সূত্রে জানা গিয়েছে, বিগত দিনে ইসকনের রথকে ঘিরে ব্যাপক ভক্ত সমাগম হত। দূর দূরান্ত থেকে বাসিন্দারা রথ দেখতে ভিড় জমাতেন। রথের রশি টানার জন্য ভক্তদের মধ্যে একেবারে হুড়োহুড়ি পড়ে যেত। কলকাতার রাজপথ ধরে সেই রথ গিয়ে পৌঁছাত ময়দানে। সেখানে রথযাত্রা উপলক্ষ্যে উৎসব হত। বিদেশ থেকে ভক্তরা আসতেন ইসকনের রথযাত্রায় অংশ নিতে। কিন্তু করোনা আবহে উৎসবের সেই জাঁকজমকে অনেকটাই কাঁটছাঁট করা হচ্ছে এবার।