১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ চিন সাগর নিয়ে ফের সংঘাতে চিন-আমেরিকা

Sumana Puber Kalom
  • আপডেট : ১২ জুলাই ২০২১, সোমবার
  • / 0

পুবের কলম ওয়েব ডেস্ক : দক্ষিণ চিন সাগর নিয়ে ফের সংঘাতে জড়াল চিন ও আমেরিকা। সোমবার বিতর্কিত পারাসেল দ্বীপপুঞ্জের পাশে একটি মার্কিন রণতরীকে তাড়া করে চিনা নৌবহর বলে দাবি করেছে বেজিং। অন্যদিকে চিনের দাবি, পারাসেল দ্বীপপুঞ্জের পাশে তাদের জলসীমায় অনুপ্রবেশ করেছে ‘USS Benfold’ নামের মার্কিন যুদ্ধজাহাজ। কমিউনিস্ট দেশটির সেনবাহিনী ‘পিপলস লিবারেশন আর্মি’র সাদার্ন থিয়েটার কমান্ডের বক্তব্য, দক্ষিণ চিন সাগরে অনুপ্রবেশ ঘটিয়ে দেশের সার্বভৌমত্বে আঘাত করেছে আমেরিকা। এমন ‘আগ্রাসী কার্যকলাপ’ থেকে আমেরিকাকে বিরত থাকার আবেদন জানিয়েছে চিনা ফৌজ। এদিকে, এই ঘটনায় পালটা বিবৃতি জারি করেছে মার্কিন নৌসেনার সপ্তম নৌবহর । তারা জানিয়েছে, পারাসেল দ্বীপপুঞ্জের পাশে আন্তর্জাতিক আইন ও সাগরে চলাচলের অধিকার মোতাবেক রণতরীটি টহল দিয়েছে। সাগরে আন্তর্জাতিক জলসীমায় যাতায়াতের স্বাধীনতা বজায় রাখা হবে। ভবিষ্যতেও এমন অভিযান চলবে।

Tag :

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দক্ষিণ চিন সাগর নিয়ে ফের সংঘাতে চিন-আমেরিকা

আপডেট : ১২ জুলাই ২০২১, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক : দক্ষিণ চিন সাগর নিয়ে ফের সংঘাতে জড়াল চিন ও আমেরিকা। সোমবার বিতর্কিত পারাসেল দ্বীপপুঞ্জের পাশে একটি মার্কিন রণতরীকে তাড়া করে চিনা নৌবহর বলে দাবি করেছে বেজিং। অন্যদিকে চিনের দাবি, পারাসেল দ্বীপপুঞ্জের পাশে তাদের জলসীমায় অনুপ্রবেশ করেছে ‘USS Benfold’ নামের মার্কিন যুদ্ধজাহাজ। কমিউনিস্ট দেশটির সেনবাহিনী ‘পিপলস লিবারেশন আর্মি’র সাদার্ন থিয়েটার কমান্ডের বক্তব্য, দক্ষিণ চিন সাগরে অনুপ্রবেশ ঘটিয়ে দেশের সার্বভৌমত্বে আঘাত করেছে আমেরিকা। এমন ‘আগ্রাসী কার্যকলাপ’ থেকে আমেরিকাকে বিরত থাকার আবেদন জানিয়েছে চিনা ফৌজ। এদিকে, এই ঘটনায় পালটা বিবৃতি জারি করেছে মার্কিন নৌসেনার সপ্তম নৌবহর । তারা জানিয়েছে, পারাসেল দ্বীপপুঞ্জের পাশে আন্তর্জাতিক আইন ও সাগরে চলাচলের অধিকার মোতাবেক রণতরীটি টহল দিয়েছে। সাগরে আন্তর্জাতিক জলসীমায় যাতায়াতের স্বাধীনতা বজায় রাখা হবে। ভবিষ্যতেও এমন অভিযান চলবে।