অসুস্থ কবীর সুমনকে দেখতে এসএসকেএম হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- আপডেট : ২৮ জুন ২০২১, সোমবার
- / 0
পুবের কলম ওয়েবডেস্কঃ প্রখ্যাত সংগীতশিল্পী অসুস্থ কবীর সুমনকে দেখতে এসএসকেএম হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক দের মুখোমুখি হন তিনি, আগামী ১৫ জুলাই পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলেও দেওয়া হয়েছে বেশ কিছু ছাড়।
এরপর নবান্ন থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমটা বন্দ্যোপাধ্যায়।সেখানে বর্ষীয়ান এই সংগীতশিল্পীর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। জ্বর এবং শ্বাসকষ্ট থাকায় সঙ্গে সঙ্গেই করোনার পরীক্ষা করা হয়। করা হয়েছে র্যাপিড টেস্টও। যদিও সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে মূল করোনার রিপোর্টের জন্যে অপেক্ষা করছেন ডাক্তাররা। এছাড়াও আরও বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয়েছে।করা হয়েছে বুকের এক্স-রে। ফুসফুসে বেশ কিছু সমস্যা ধরা পড়েছে। সেগুলির চিকিৎসা শুরু
হয়েছে। তবে জ্বর এবং শ্বাসকষ্টের সঙ্গে প্রচন্ড গলাতে ব্যাথাও রয়েছে শিল্পীর।ফলে কিছু খেতে পারছেন না। গলানো খাবার দেওয়া হচ্ছে তাঁকে।
উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে কবীর সুমন। চিকিৎসক সৌমিত্র ঘোষের নেতৃত্বে ইতিমধ্যে দুই সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সুমনের চিকিৎসার তদারকিতে রয়েছে এই বোর্ড