১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বেড়গুম-১ পঞ্চায়েতে বারাসত পুলিশ জেলার ‘সংযোগ’ শিবির

Sumana Puber Kalom
  • আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার
  • / 0

এম এ হাকিম, বনগাঁ : উত্তর ২৪ পরগণার বেড়গুম-১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে বারাসত জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ‘সংযোগ’ শিবির অনুষ্ঠিত হয়েছে। ‘সংযোগ’ কর্মসূচিতে পুলিশ আধিকারিকরা সাধারণ মানুষের সুবিধার্থে এলাকায় এসে সরাসরি বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা শোনেন।
ওই বিষয়ে হাবড়ার এসডিপিও রোহিদ শেখ বলেন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের কাছে অভাব অভিযোগ জানানোর জন্য এলাকার মানুষদের বারাসতে যেতে হয়। সেজন্য তাঁরা কিছুটা সমস্যায় পড়েন। সে কথা ভেবে বারাসত পুলিশ জেলার পক্ষ থেকে ‘সংযোগ’ নামক একটি অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বেড়গুম-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসে ওই ‘সংযোগ’ কর্মসূচিতে স্থানীয় মানুষজনের অভাব অভিযোগ ও সমস্যার কথা আমরা শুনেছি। এসব সমস্যা যাতে সমাধান করা যায় সে বিষয়ে পুলিশ চেষ্টা করবে।
বেড়গুম-১ নং গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান অসিত কুমার নাগ, পুলিশের অভিনব উদ্যোগ প্রসঙ্গে বলেন, যারা বিভিন্ন কারণে প্রশাসনের কাছে অভিযোগ জানাতে পারছিলেন না তারা এবার খুব সহজেই অভিযোগ জানানোর সুযোগ পেয়েছেন।
এ দিন গোবরডাঙ্গা থানা এলাকার অনেক গ্রাম থেকে বহু মানুষ অভিযোগ জানানোর জন্য পঞ্চায়েত অফিসে আসেন। পুলিশ আধিকারিকদের সামনে লক্ষ্মীপুরের অমিত হালদার, সমরেশ ঘোষ, মেটিয়াগাছি গ্রামের মুহাম্মাদ গোলাম মন্ডলসহ অনেকে তাদের সমস্যা এবং অভিযোগের কথা এসডিপিও রোহিদ শেখকে জানান।
‘সংযোগ’ কর্মসূচিতে বিশিষ্ট সমাজকর্মী ও ঝনঝনিয়া গ্রামের বাসিন্দা মুহাম্মাদ মেহেদী সানি পুলিশের আধিকারিকদের সামনে ঝনঝনিয়াসহ পার্শ্ববর্তী এলাকার সমস্ত টিউবওয়েলের জলে আর্সেনিকের সমস্যার কথা জানান। বিকল্প ব্যবস্থা না থাকায় স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে আর্সেনিক যুক্ত জল পান করতে বাধ্য হচ্ছেন বলেও তিনি জানান। বিষয়টি সমাধানের আবেদন জানিয়েছেন তিনি। একইসঙ্গে আসন্ন ঈদুল আযহা উৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে প্রয়োজনীয় সহযোগিতা করারও আহ্বান জানান সমাজকর্মী মুহাম্মাদ মেহেদী সানি।
বৃহস্পতিবার বিকেলে ‘সংযোগ’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাবড়ার এসডিপিও রোহিদ শেখ, গোবরডাঙ্গা থানার ওসি কাজল ব্যানার্জি, এসআই মন্টু ঘোষ, এএসআই সুরজিৎ মুখোপাধ্যায়, বেড়গুম-১ নং গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান অসিত কুমার নাগ ও অন্যরা।

Tag :

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেড়গুম-১ পঞ্চায়েতে বারাসত পুলিশ জেলার ‘সংযোগ’ শিবির

আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার

এম এ হাকিম, বনগাঁ : উত্তর ২৪ পরগণার বেড়গুম-১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে বারাসত জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ‘সংযোগ’ শিবির অনুষ্ঠিত হয়েছে। ‘সংযোগ’ কর্মসূচিতে পুলিশ আধিকারিকরা সাধারণ মানুষের সুবিধার্থে এলাকায় এসে সরাসরি বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা শোনেন।
ওই বিষয়ে হাবড়ার এসডিপিও রোহিদ শেখ বলেন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের কাছে অভাব অভিযোগ জানানোর জন্য এলাকার মানুষদের বারাসতে যেতে হয়। সেজন্য তাঁরা কিছুটা সমস্যায় পড়েন। সে কথা ভেবে বারাসত পুলিশ জেলার পক্ষ থেকে ‘সংযোগ’ নামক একটি অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বেড়গুম-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসে ওই ‘সংযোগ’ কর্মসূচিতে স্থানীয় মানুষজনের অভাব অভিযোগ ও সমস্যার কথা আমরা শুনেছি। এসব সমস্যা যাতে সমাধান করা যায় সে বিষয়ে পুলিশ চেষ্টা করবে।
বেড়গুম-১ নং গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান অসিত কুমার নাগ, পুলিশের অভিনব উদ্যোগ প্রসঙ্গে বলেন, যারা বিভিন্ন কারণে প্রশাসনের কাছে অভিযোগ জানাতে পারছিলেন না তারা এবার খুব সহজেই অভিযোগ জানানোর সুযোগ পেয়েছেন।
এ দিন গোবরডাঙ্গা থানা এলাকার অনেক গ্রাম থেকে বহু মানুষ অভিযোগ জানানোর জন্য পঞ্চায়েত অফিসে আসেন। পুলিশ আধিকারিকদের সামনে লক্ষ্মীপুরের অমিত হালদার, সমরেশ ঘোষ, মেটিয়াগাছি গ্রামের মুহাম্মাদ গোলাম মন্ডলসহ অনেকে তাদের সমস্যা এবং অভিযোগের কথা এসডিপিও রোহিদ শেখকে জানান।
‘সংযোগ’ কর্মসূচিতে বিশিষ্ট সমাজকর্মী ও ঝনঝনিয়া গ্রামের বাসিন্দা মুহাম্মাদ মেহেদী সানি পুলিশের আধিকারিকদের সামনে ঝনঝনিয়াসহ পার্শ্ববর্তী এলাকার সমস্ত টিউবওয়েলের জলে আর্সেনিকের সমস্যার কথা জানান। বিকল্প ব্যবস্থা না থাকায় স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে আর্সেনিক যুক্ত জল পান করতে বাধ্য হচ্ছেন বলেও তিনি জানান। বিষয়টি সমাধানের আবেদন জানিয়েছেন তিনি। একইসঙ্গে আসন্ন ঈদুল আযহা উৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে প্রয়োজনীয় সহযোগিতা করারও আহ্বান জানান সমাজকর্মী মুহাম্মাদ মেহেদী সানি।
বৃহস্পতিবার বিকেলে ‘সংযোগ’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাবড়ার এসডিপিও রোহিদ শেখ, গোবরডাঙ্গা থানার ওসি কাজল ব্যানার্জি, এসআই মন্টু ঘোষ, এএসআই সুরজিৎ মুখোপাধ্যায়, বেড়গুম-১ নং গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান অসিত কুমার নাগ ও অন্যরা।