সংক্রমণ রুখতে কন্টেনমেন্ট জোন, ১৫ জুলাই পর্যন্ত বন্ধ দোকানঘাট

- আপডেট : ৮ জুলাই ২০২১, বৃহস্পতিবার
- / 0
পুবের কলম ওয়েবডেস্ক: পশ্চিম মেদিনীপুর জেলায় বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলার ৭টি থানা এলাকায় মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করল জেলা প্রশাসন।এর মধ্যে রয়েছে বেলদা, নারায়ণগড়, কেশিয়াড়ি, ঘাটাল, গড়বেতা, খড়গপুর ও মেদিনীপুর কোতয়ালি থানা। আজ থেকে ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে দোকানপাট, বাজার। মাইক্রো কনটেনমেন্ট জোনে ফ্লেক্স টাঙিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। পাশাপাশি, রয়েছে পুলিশি নজরদারি। এদিন সকালে দোকান বন্ধ করে দেয় বেলদা থানার পুলিশ। পথচারীদের সতর্ক করা হয়। বুধবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। গতকাল সংখ্যাটি ছিল ৯৬২। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৮,২২৩ জন। ৭ জুলাই-এর হিসেব অনুযায়ী রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৬,৬৫৫ জন। সংক্রমণ রুখতে জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত।