এবার স্কুলে করোনা পরীক্ষার পরামর্শ দিল WHO

- আপডেট : ৩ জুলাই ২০২১, শনিবার
- / 0
পুবের কলম, ওয়েবডেস্ক: করোনার সংকটে বিশ্বের প্রতিটি দেশেই বিপর্যস্ত শিক্ষাব্যবস্থা। অনলাইনে ঘরে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। এই অবস্থায় স্কুলগুলিতে করোনা ভাইরাসের পরীক্ষা চালু করার পরামর্শ দিল বিশ্ব সাস্থ্য সংস্থা ‘হু'(WHO)।
ইউনিসেফ ও ইউনেসকোর সঙ্গে যৌথভাবে জারি করা এক বিবৃতিতে হু’-এর ইউরোপবিষয়ক পরিচালক হ্যানস ক্লুগা জানান, গ্রীষ্মকালে এ ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ বেশি। করোনাকালে পড়ুয়ারা শিক্ষাব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, এমনটা মেনে নেওয়া যায় না। এতে দেশ ও সমাজব্যবস্থায় প্রভাব পড়বে। সেই কারণেই এই পরামর্শ।
করোনাকালে দূরবর্তী শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের স্বাস্থ্যসমস্যা খতিয়ে দেখতে হু’-এর ইউরোপীয় অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। মধ্য এশিয়ার কয়েকটি দেশসহ হু ইউরোপীয় অঞ্চলের আওতায় ৫৩টি দেশ রয়েছে।
শুক্রবার প্রকাশিত নতুন নির্দেশিকায় হু-এর তরফে বলা হয়েছে, যে সব শিশুদের ফুসফুসের সংক্রমণজনিত উপসর্গ রয়েছে, তাদের অগ্রাধিকারভিত্তিতে করোনা পরীক্ষা করাতে হবে। যেসব শিশু করোনা ভাইরাসে সংক্রমিতদের সংস্পর্শে এসেছে, তাদেরও করোনা পরীক্ষা করা জরুরি। তবে কোনও স্কুলে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা না পড়লে পরীক্ষা করার প্রয়োজন নেই।
ইউনিসেফ ও ইউনেসকো”র মতে পদক্ষেপে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো না গেলে শেষ উপায় হিসেবে স্কুল বন্ধের বিষয়টি বিবেচনা করে দেখা হবে।