১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

করোনা টিকার মিশ্র ডোজ বিপজ্জনক, সতর্ক করল WHO

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ জুলাই ২০২১, মঙ্গলবার
  • / 0

পুবের কলম, ওয়েবডেস্ক:  বিশ্বের বিভিন্ন কোম্পানির টিকার ডোজ মিলিয়ে দেওয়ার বিষয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি আরও জানায়, এই ধরনের পরিকল্পনার বাস্তবায়ন এখনই করা ঠিক হবে না। সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন এদিন বলেন,  বিভিন্ন কোম্পানির টিকার ডোজ মিলিয়ে দেওয়ার ভালো-মন্দ দিক নিয়ে এখনও পর্যাপ্ত তথ্য নেই। তাই এ ধরনের সিদ্ধান্ত বিপদজনক পরিস্থিতি সৃষ্টি করবে। এটা বিশৃঙ্খলারও সৃষ্টি করতে পারে। অন্যদিকে সম্প্রতি থাইল্যান্ড দুই টিকার ডোজ মিলিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে। এরপরই এই সতর্কবার্তা দিল ‘হু’।

থাইল্যান্ড এই ঘোষণা দেওয়ার পর টিকার মিশ্র ডোজ নিয়ে সতর্ক করে সৌম্য স্বামীনাথন বলেন, মানুষ যদি টিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ডোজ হিসেবে কোন টিকা কখন নেবেন সেই সিদ্ধান্ত নেন, তাহলে দেশে দেশে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা টিকার মিশ্র ডোজ বিপজ্জনক, সতর্ক করল WHO

আপডেট : ১৩ জুলাই ২০২১, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  বিশ্বের বিভিন্ন কোম্পানির টিকার ডোজ মিলিয়ে দেওয়ার বিষয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি আরও জানায়, এই ধরনের পরিকল্পনার বাস্তবায়ন এখনই করা ঠিক হবে না। সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন এদিন বলেন,  বিভিন্ন কোম্পানির টিকার ডোজ মিলিয়ে দেওয়ার ভালো-মন্দ দিক নিয়ে এখনও পর্যাপ্ত তথ্য নেই। তাই এ ধরনের সিদ্ধান্ত বিপদজনক পরিস্থিতি সৃষ্টি করবে। এটা বিশৃঙ্খলারও সৃষ্টি করতে পারে। অন্যদিকে সম্প্রতি থাইল্যান্ড দুই টিকার ডোজ মিলিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে। এরপরই এই সতর্কবার্তা দিল ‘হু’।

থাইল্যান্ড এই ঘোষণা দেওয়ার পর টিকার মিশ্র ডোজ নিয়ে সতর্ক করে সৌম্য স্বামীনাথন বলেন, মানুষ যদি টিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ডোজ হিসেবে কোন টিকা কখন নেবেন সেই সিদ্ধান্ত নেন, তাহলে দেশে দেশে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে।