১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আবগারী ও পুলিশের যৌথ উদ্যোনগে বেআইনি মদ উদ্ধার নলহাটিতে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৯ জুন ২০২১, মঙ্গলবার
  • / 0

দেবশ্রী মজুমদার, নলহাটি:  বিপুল পরিমান বেআইনি মদ উদ্ধার নলহাটিতে আবগারী ও পুলিশের যৌথ উদ‍্যোগে। পাশাপাশি ভাঙা হলো বেশ কিছু  অবৈধ মদের ভাটি।প্রশাসন সূত্রে জানা গেছে, নলহাটি থানা এলাকার লোহাপুর সেখ হাট,  মাল ডাঙা পাড়া, নোয়াপাড়া প্রভৃতি এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ  মদের ভাটি ভাঙা হয়। পঁইত্রিশ লিটার আই ডি বা অবৈধ মদ, এফ ডব্লিউ বা দেশীয় পচাই মদ তিনশো পঞ্চান্ন লিটার, পঞ্চাশ কেজি ঝোলা গুড়, ড্রাগ/ এলকোহল বারোটি এবং দুটি  প্লাসটিকের বালতি উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি। নলহাটি এলাকায় অবৈধ মদের রমরমা  কারবার নিয়ে প্রশাসনের কাছে আগাম খবর ছিল। সেই সূত্রে এই যৌথ অভিযান বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আবগারী ও পুলিশের যৌথ উদ্যোনগে বেআইনি মদ উদ্ধার নলহাটিতে

আপডেট : ২৯ জুন ২০২১, মঙ্গলবার

দেবশ্রী মজুমদার, নলহাটি:  বিপুল পরিমান বেআইনি মদ উদ্ধার নলহাটিতে আবগারী ও পুলিশের যৌথ উদ‍্যোগে। পাশাপাশি ভাঙা হলো বেশ কিছু  অবৈধ মদের ভাটি।প্রশাসন সূত্রে জানা গেছে, নলহাটি থানা এলাকার লোহাপুর সেখ হাট,  মাল ডাঙা পাড়া, নোয়াপাড়া প্রভৃতি এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ  মদের ভাটি ভাঙা হয়। পঁইত্রিশ লিটার আই ডি বা অবৈধ মদ, এফ ডব্লিউ বা দেশীয় পচাই মদ তিনশো পঞ্চান্ন লিটার, পঞ্চাশ কেজি ঝোলা গুড়, ড্রাগ/ এলকোহল বারোটি এবং দুটি  প্লাসটিকের বালতি উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি। নলহাটি এলাকায় অবৈধ মদের রমরমা  কারবার নিয়ে প্রশাসনের কাছে আগাম খবর ছিল। সেই সূত্রে এই যৌথ অভিযান বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।