১৭ মার্চ ২০২৫, সোমবার, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
BRAKING :
কোউইন জুড়ে দেবে পাসপোর্ট নম্বর
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ২৭ জুন ২০২১, রবিবার
- / 0
পুবের কলম ওয়েবডেস্ক: পাসপোর্ট নম্বর এবার থেকে লিঙ্ক করা যাবে ভ্যাকসিনেশন সার্টিফিকেটে। আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনের ট্যুইটার হ্যান্ডেলে উল্লেখ করা হয়েছে, কো-উইন পোর্টালে গিয়ে এই সংযোগ করার ব্যবস্থা হয়েছে। মূলত যাঁরা বিদেশে যেতে চান, তাঁদের কথা মাথায় রেখেই এই নিয়ম চালু করা হচ্ছে। এর ফলে বিদেশে যাওয়ার ছাড়পত্র পেতে আর অসুবিধা হবে না তাঁদের।
ঠিক কোন পদ্ধতিতে ভ্যাকসিনেশন সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্ট নম্বর যুক্ত করতে পারবেন? দেখুন এক নজরে —
- প্রথমে ‘কোউইন’ অ্যাপের সরকারি পোর্টাল ‘www.cowin.gov.in’-এ লগ ইন করতে হবে।
- এরপর যে পেজ খুলবে, সেখানে ‘Raise an Issue’ অপশন সিলেক্ট করুন।
- সেখানে Passport অপশনে ক্লিক করুন। সেখানে যাঁর সার্টিফিকেট লিঙ্ক করতে চাইছেন তার নাম ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করুন।
- আপনার পাসপোর্ট নম্বর দিন।
- এরপর দেখে নিন আপনার সমস্ত তথ্য ঠিক মতোন আছে কিনা। না থাকলে এডিট করে নিন।
- তারপর সাবমিট করুন। এটা করার সঙ্গে সঙ্গেই একটি আপডেটেড সার্টিফিকেট পেয়ে যাবেন।
প্রসঙ্গত, কোনও কারণে কারও সার্টিফিকেটে নাম ভুল এলে বা অন্য তথ্য ভুল থাকলেও এই একই পদ্ধতিতে তা আপডেট করতে পারবেন। ফলে সহজেই পেয়ে যাবেন সংশোধিত ভ্যাকসিনেশন সার্টিফিকেট।