দৈনিক সংক্রমণ চল্লিশ হাজারের নীচে , কমেছে মৃত্যুও
- আপডেট : ১২ জুলাই ২০২১, সোমবার
- / 0
পুবের কলম ওয়েব ডেস্ক : চোখ রাঙাচ্ছে করোনার একাধিক স্ট্রেন। ডেল্টা, ডেল্টা প্লাস, কাপ্পা, বিটা – সংক্রমণের শক্তিতে একে অপরকে টেক্কা দিচ্ছে যেন। এই পরিস্থিতিতে দেশেও কমবেশি থাবা বসিয়েছে নয়া প্রজাতি। এর মধ্যেই কিছুটা স্বস্তি । দেশের স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, দেশে দৈনিক সংক্রমণ নামল ৪০ হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ১৫৪ জন। রবিবারও এই সংখ্যা ছিল ৪১ হাজারের বেশি। একদিনে মৃত্যু হয়েছে ৭২৪ জনের। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগী ৪ লক্ষ ৫০ হাজার ৮৯৯ জন।
গত কয়েকদিন খানিকটা ঊর্ধ্বমুখী ছিল করোনা গ্রাফ। কিন্তু নতুন সপ্তাহের প্রথম দিন ফের তা নিম্নমুখী। ৪১ হাজার থেকে দৈনিক সংক্রমণ কমে দাঁড়াল ৩৭ হাজারে। বাড়ছে সুস্থতাও। গত ২৪ ঘণ্টায় করোনার কবলমুক্ত হয়েছেন ৩৯ হাজার ৬৪৯ জন। এ নিয়ে সুস্থতার হার দাঁড়াল ৯৭.২২ শতাংশ।