১৭ মার্চ ২০২৫, সোমবার, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গহনার লোভে পাঁচ বছরের শিশু কন্যা খুন: দাবি পরিবারের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৯ জুন ২০২১, মঙ্গলবার
  • / 0

দেবশ্রী মজুমদার, মুরারই:  গহনার লোভে পাঁচ বছরের শিশু কন‍্যা খুন। ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায় মুরারই থানার সালুক পুকুরে । মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ বাড়ি থেকে এক কিমি দূরে মাঠের মধ‍্যে সালুক পুকুরে মৃতদেহ উদ্ধার হয়। মৃতার নাম সালমা খাতুন (পাঁচ)। ঘটনা স্থলে ছুটে আসে মুরারই থানার পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন‍্য রামপুরহাট গভ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মৃতর মা  নুরসেমা বিবি জানান, সালমা মা কে বলে মা আমি মোবাইলের গানের তালে তালে নাচছি। তারপর খেলতে বাইরে যায়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় সব জায়গা খুঁজে পাওয়া যায় নি। মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ মাঠের এক পরিত‍্যক্ত পুকুরে তার লাশ পাওয়া যায়। তার কানে সোনার দুল ছিল। গলায় দাগ ছিল। সোনার দুলের জন্য তার মেয়ে খুন হয়েছে। জলে ডোবার সাধারণ  ঘটনা ঘটলে, বাড়ির কাছে পুকুরে ডুবতো। অতদূরে যাবে কেন? আর ওই পুকুরে তো কেউ  যায় না।

মৃতর কাকা সাকিল খান বলেন, সোমবার সন্ধ্যা থেকে আশেপাশে  কোথাও খুঁজে না পেয়ে মাইকিং করা হয়। তারপর বাধ্য হয়ে মুরারই থানায় নিখোঁজ ডাইরি করা হয়। মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ বাড়ি থেকে এক কিমি দূরে সালুক পুকুরে তার লাশ পাওয়া যায়। এক শিশু কন‍্যার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।ঘটনার তদন্তে মুরারই থানার পুলিশ।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গহনার লোভে পাঁচ বছরের শিশু কন্যা খুন: দাবি পরিবারের

আপডেট : ২৯ জুন ২০২১, মঙ্গলবার

দেবশ্রী মজুমদার, মুরারই:  গহনার লোভে পাঁচ বছরের শিশু কন‍্যা খুন। ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায় মুরারই থানার সালুক পুকুরে । মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ বাড়ি থেকে এক কিমি দূরে মাঠের মধ‍্যে সালুক পুকুরে মৃতদেহ উদ্ধার হয়। মৃতার নাম সালমা খাতুন (পাঁচ)। ঘটনা স্থলে ছুটে আসে মুরারই থানার পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন‍্য রামপুরহাট গভ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মৃতর মা  নুরসেমা বিবি জানান, সালমা মা কে বলে মা আমি মোবাইলের গানের তালে তালে নাচছি। তারপর খেলতে বাইরে যায়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় সব জায়গা খুঁজে পাওয়া যায় নি। মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ মাঠের এক পরিত‍্যক্ত পুকুরে তার লাশ পাওয়া যায়। তার কানে সোনার দুল ছিল। গলায় দাগ ছিল। সোনার দুলের জন্য তার মেয়ে খুন হয়েছে। জলে ডোবার সাধারণ  ঘটনা ঘটলে, বাড়ির কাছে পুকুরে ডুবতো। অতদূরে যাবে কেন? আর ওই পুকুরে তো কেউ  যায় না।

মৃতর কাকা সাকিল খান বলেন, সোমবার সন্ধ্যা থেকে আশেপাশে  কোথাও খুঁজে না পেয়ে মাইকিং করা হয়। তারপর বাধ্য হয়ে মুরারই থানায় নিখোঁজ ডাইরি করা হয়। মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ বাড়ি থেকে এক কিমি দূরে সালুক পুকুরে তার লাশ পাওয়া যায়। এক শিশু কন‍্যার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।ঘটনার তদন্তে মুরারই থানার পুলিশ।