২২ মার্চ ২০২৫, শনিবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএল থেকে অবসরের ইঙ্গিত ধোনির

Juifa Parveen
  • আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
  • / 0

পুবের কলম প্রতিবেদক: টেস্ট, ওয়ানডে ও টি-২০ বিশ্ব ক্রিকেটের তিন ফরম্যাট থেকেই অনেক আগে অবসর নিয়ে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু আইপিএলটা খেলে যাচ্ছেন চুটিয়ে। চেন্নাইয়ের ঘরের ছেলে হয়ে গিয়েছেন এম এস ধোনি। এবারও তিনি আইপিএলটা খেলবেন। প্রস্তুতিও নেওয়া শুরু করে দিয়েছেন। কিন্তু একটি বিশেষ ঘটনা একটা অশনি সংকেত দিচ্ছে, যা থেকে অনেকেই ধারণা করতে শুরু করেছেন হয়ত এটাই ধোনির শেষ আইপিএল। অর্থাৎ এবার সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সময় কি হয়ে এল ধোনির? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে। তাঁর টি শার্টে লেখা, ‘ওয়ান লাস্ট টাইম’।

ধোনি কিছুদিন আগেও জানিয়েছিলেন যতদিন শরীর সায় দেবে, তিনি খেলে যাবেন। গত আইপিএলের আগে পায়ে টান অনুভব করেন। যদিও চিকিৎসা করিয়ে তিনি ফিরে এসে খেলেও গেলেন। কিন্তু দলের অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিলেন। নিজেই সেই দায়িত্ব দিয়ে দিলেন ঋতুরাজ গায়কোয়াডের ওপর। আর এবার ধোনির টি-শার্টে লেখা এই বিশেষ শব্দবন্ধে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, হয়ত এটাই ধোনির শেষ আইপিএল।

 

অবসর নেবেন কিনা সেটা নিশ্চিত করে না জানালেও ৪৩ বছরের ধোনি জানিয়েছেন, ‘আমি আর আগের মতো ফিট নই। শরীরকে ঠিক রাখতে তাই আমাকে নিজের ডায়েট নিয়ন্ত্রণ করতে হয়, সঙ্গে কঠোর অনুশীলন করতে হয়। মাঝে মধ্যে তাই টেনিস ও ব্যাডমিন্টনও খেলি।’ ধোনির নিজের মুখে বলা এই কথা ও জার্সিতে ‘শেষ একবার’ লেখা দুটির সামঞ্জস্য খুঁজে নিয়েই তাঁর অনুরাগীরা কার্যত ধরে নিয়েছেন, হয়ত এটাই মাহির শেষ আইপিএল।

Tag :

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইপিএল থেকে অবসরের ইঙ্গিত ধোনির

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: টেস্ট, ওয়ানডে ও টি-২০ বিশ্ব ক্রিকেটের তিন ফরম্যাট থেকেই অনেক আগে অবসর নিয়ে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু আইপিএলটা খেলে যাচ্ছেন চুটিয়ে। চেন্নাইয়ের ঘরের ছেলে হয়ে গিয়েছেন এম এস ধোনি। এবারও তিনি আইপিএলটা খেলবেন। প্রস্তুতিও নেওয়া শুরু করে দিয়েছেন। কিন্তু একটি বিশেষ ঘটনা একটা অশনি সংকেত দিচ্ছে, যা থেকে অনেকেই ধারণা করতে শুরু করেছেন হয়ত এটাই ধোনির শেষ আইপিএল। অর্থাৎ এবার সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সময় কি হয়ে এল ধোনির? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে। তাঁর টি শার্টে লেখা, ‘ওয়ান লাস্ট টাইম’।

ধোনি কিছুদিন আগেও জানিয়েছিলেন যতদিন শরীর সায় দেবে, তিনি খেলে যাবেন। গত আইপিএলের আগে পায়ে টান অনুভব করেন। যদিও চিকিৎসা করিয়ে তিনি ফিরে এসে খেলেও গেলেন। কিন্তু দলের অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিলেন। নিজেই সেই দায়িত্ব দিয়ে দিলেন ঋতুরাজ গায়কোয়াডের ওপর। আর এবার ধোনির টি-শার্টে লেখা এই বিশেষ শব্দবন্ধে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, হয়ত এটাই ধোনির শেষ আইপিএল।

 

অবসর নেবেন কিনা সেটা নিশ্চিত করে না জানালেও ৪৩ বছরের ধোনি জানিয়েছেন, ‘আমি আর আগের মতো ফিট নই। শরীরকে ঠিক রাখতে তাই আমাকে নিজের ডায়েট নিয়ন্ত্রণ করতে হয়, সঙ্গে কঠোর অনুশীলন করতে হয়। মাঝে মধ্যে তাই টেনিস ও ব্যাডমিন্টনও খেলি।’ ধোনির নিজের মুখে বলা এই কথা ও জার্সিতে ‘শেষ একবার’ লেখা দুটির সামঞ্জস্য খুঁজে নিয়েই তাঁর অনুরাগীরা কার্যত ধরে নিয়েছেন, হয়ত এটাই মাহির শেষ আইপিএল।