২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কৃষ্ণা রায়ের শ্রাদ্ধে হাজির সাধারণ মানুষ ও বিশিষ্টরা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার
  • / 1

পুবের কলম প্রতিবেদকঃ দিন কয়েক আগে প্রয়াত হয়েছেন বর্ষিয়ান তৃণমূল নেতা মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। ১৫ জুলাই বৃহস্পতিবার ছিল তাঁর শ্রাদ্ধের দিন। হালিশহর শ্মশানঘাটে যেমন তাঁর শেষ বিদায়ের দিন ব্যাপক জনসমাগম হয়েছিলতেমনই বৃহস্পতিবার মুকুল রায়ের বাড়িতে দেখা গেল দূরদূরান্ত থেকে নেতা-নেত্রী ও সাধারণ মানুষ হাজির হয়েছেন কৃষ্ণা রায়কে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য।

সকালেই হাজির হয়েছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি মন্ত্রী সৌমেন মহাপাত্র তপন দাশগুপ্ত অসীমা পাত্রকলকাতার প্রশাসক ও মন্ত্রী ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস  জ্যোতিপ্রিয় মল্লিকডা. নির্মল মাঝিসাংসদ শান্তা ছেত্রী প্রমুখ। কৃষ্ণা রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর কাঁচড়াপাড়া বাসগৃহে আরও গিয়েছিলেন অধ্যাপক ওয়ায়েজুল হকপুবের কলম পত্রিকার সম্পাদক ও প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরানমাহমুদুল হক প্রমুখ।

দেখা যায়শান্ত-সৌম্য মুখে বর্ষীয়ান নেতা মুকুল রায় সকলকে অভ্যর্থনা করছেন। আর মুকুল রায় ও কৃষ্ণা রায়ের পুত্র শুভ্রাংশু রায়ও জনে জনে সকলকে আপ্যায়ন করছেন। স্থানীয় লোকেরা বলছিলেন কৃষ্ণা রায় চলে গেলেও তাঁর স্মৃতি তাঁদের অন্তরে অমলিন থাকবে। তিনি যেভাবে তাঁদের পাশে দাঁড়াতেন তা ভুলে যাওয়ার মতো নয় বলে জানালেন এক প্রৌঢ় মহিলা। অধ্যাপক ওয়ায়েজুল হক বলেন‘আমি যখনই কাঁচড়াপাড়ায় এসেছি আমাকে স্নেহের সঙ্গে আপ্যায়ন করেছেন কৃষ্ণা রায়। তাঁর সেই মাতৃমূর্তি ভোলার নয়’।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কৃষ্ণা রায়ের শ্রাদ্ধে হাজির সাধারণ মানুষ ও বিশিষ্টরা

আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার

পুবের কলম প্রতিবেদকঃ দিন কয়েক আগে প্রয়াত হয়েছেন বর্ষিয়ান তৃণমূল নেতা মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। ১৫ জুলাই বৃহস্পতিবার ছিল তাঁর শ্রাদ্ধের দিন। হালিশহর শ্মশানঘাটে যেমন তাঁর শেষ বিদায়ের দিন ব্যাপক জনসমাগম হয়েছিলতেমনই বৃহস্পতিবার মুকুল রায়ের বাড়িতে দেখা গেল দূরদূরান্ত থেকে নেতা-নেত্রী ও সাধারণ মানুষ হাজির হয়েছেন কৃষ্ণা রায়কে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য।

সকালেই হাজির হয়েছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি মন্ত্রী সৌমেন মহাপাত্র তপন দাশগুপ্ত অসীমা পাত্রকলকাতার প্রশাসক ও মন্ত্রী ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস  জ্যোতিপ্রিয় মল্লিকডা. নির্মল মাঝিসাংসদ শান্তা ছেত্রী প্রমুখ। কৃষ্ণা রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর কাঁচড়াপাড়া বাসগৃহে আরও গিয়েছিলেন অধ্যাপক ওয়ায়েজুল হকপুবের কলম পত্রিকার সম্পাদক ও প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরানমাহমুদুল হক প্রমুখ।

দেখা যায়শান্ত-সৌম্য মুখে বর্ষীয়ান নেতা মুকুল রায় সকলকে অভ্যর্থনা করছেন। আর মুকুল রায় ও কৃষ্ণা রায়ের পুত্র শুভ্রাংশু রায়ও জনে জনে সকলকে আপ্যায়ন করছেন। স্থানীয় লোকেরা বলছিলেন কৃষ্ণা রায় চলে গেলেও তাঁর স্মৃতি তাঁদের অন্তরে অমলিন থাকবে। তিনি যেভাবে তাঁদের পাশে দাঁড়াতেন তা ভুলে যাওয়ার মতো নয় বলে জানালেন এক প্রৌঢ় মহিলা। অধ্যাপক ওয়ায়েজুল হক বলেন‘আমি যখনই কাঁচড়াপাড়ায় এসেছি আমাকে স্নেহের সঙ্গে আপ্যায়ন করেছেন কৃষ্ণা রায়। তাঁর সেই মাতৃমূর্তি ভোলার নয়’।