দলীয় অনুশাসন মেনে চলুন,বিজেপি বিধায়কদের নিদান দিলীপের
- আপডেট : ৩ জুলাই ২০২১, শনিবার
- / 0
পুবের কলম প্রতিবেদক: বিধায়ক হওয়ার দৌলতে যে নিজের মর্জিমাফিক চলা যাবে না, দলীয় বিধায়কদের তা স্পষ্টই জানিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার হেস্টিংসে বিশেষ প্রশিক্ষণ শিবিরে দলের নবনির্বাচিত বিধায়কদের দলীয় অনুশাসন মেনে চলার নিদান দিয়ে তিনি বলেছেন, ‘বিধায়ক হয়ে ভেবে নেবেন না অনেক কিছু হয়ে গিয়েছেন। নিজের নিজের এলাকায় মাটি কামড়ে পড়ে থাকুন। দলীয় অনুশাসন মেনে চলুন। একা একা মনে হল কোনও জায়গায় চলে গেলেন,সেটা যেন না হয়। দলকে জানিয়ে চলুন। অনুশাসন মানতে হবে।’ আচমকাই কেন বিজেপি রাজ্য সভাপতি দলীয় বিধায়কদের অনুশাসনের পাঠ দিলেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কেননা এবারে বিধানসভা ভোটে যাঁরা বিধায়ক হিসেবে জিতে এসেছেন তাঁদের অধিকাংশই দীর্ঘদিন ধরে গেরুয়া শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। শুভেন্দু অধিকারী, মিহির গোস্বামী, সুদীপ মুখোপাধ্যায়ের মতো হাতেগোনা কয়েকজন বিধায়ক রাজনৈতিক ডিগবাজি খেয়ে ভিন দল থেকে বিজেপিতে এসেছেন। পরোক্ষে দিলীপ ঘোষ তাঁদের উদ্দেশেই এমন বার্তা দিয়েছেন বলে মনে করছেন বঙ্গ বিজেপির অধিকাংশ নেতা।
যেহেতু দলের অধিকাংশ বিধায়কই এবার প্রথম নির্বাচিত হয়েছেন, তাই তাদের পরিষদীয় রীতিনীতি শেখাতেই এদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিলেন বিজেপির পরিষদীয় নেতা শুভেন্দু অধিকারী। শিবিরে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, বঙ্গ বিজেপির ভারপ্রাপ্ত পর্যবেক্ষক শিবপ্রকাশ। প্রশিক্ষণ শিবিরে দলীয় বিধায়কদের উদ্দেশে বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, ‘মনে রাখবেন দলই আপনাকে বিধায়ক করেছে। ফলকে সব কিছু দলকে জানিয়ে করুন। আপনারাই ঠিক করুন বাঁদরের বাচ্চা হবেন, নাকি বেড়ালের বাচ্চা হবেন। আপনার মাধ্যমেই এলাকার মানুষ যেন বিজেপিকে আরও বেশি করে চেনেন, জানেন, তার জন্য জনসংযোগ গড়ে তুলুন।’