১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ফের শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে দিলীপ কুমার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ জুন ২০২১, বুধবার
  • / 1

পুবের কলম, ওয়েবডেস্ক:  ফের শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মঙ্গলবার মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে,  এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হলেন দিলীপ কুমার। কিছুদিন আগেও তিনি একই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

বুধবার হাসপাতালের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‌গতকাল হাসপাতালে ভর্তি করা হয় দিলীপ কুমারকে। একই সমস্যা নিয়ে কিছুদিন আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর বয়সের কথা ভেবেই পরিবারের সদস্যরা অভিনেতাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন। চিকিৎসকরা আজ ফের তাঁর চেক আপ করবেন। এরপর পরবর্তী চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আইসিইউতে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখন তিনি স্থিতিশীল। চিন্তার কারণ নেই।’‌ চলতি মাসের ৬ জুন শ্বাসকষ্টের সমস্যা নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমার। ১১ জুন তিনি ছাড়া পান।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে দিলীপ কুমার

আপডেট : ৩০ জুন ২০২১, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ফের শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মঙ্গলবার মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে,  এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হলেন দিলীপ কুমার। কিছুদিন আগেও তিনি একই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

বুধবার হাসপাতালের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‌গতকাল হাসপাতালে ভর্তি করা হয় দিলীপ কুমারকে। একই সমস্যা নিয়ে কিছুদিন আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর বয়সের কথা ভেবেই পরিবারের সদস্যরা অভিনেতাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন। চিকিৎসকরা আজ ফের তাঁর চেক আপ করবেন। এরপর পরবর্তী চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আইসিইউতে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখন তিনি স্থিতিশীল। চিন্তার কারণ নেই।’‌ চলতি মাসের ৬ জুন শ্বাসকষ্টের সমস্যা নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমার। ১১ জুন তিনি ছাড়া পান।