বিধানসভায় আগুন লেগে বিপত্তি, ধোঁয়ায় ঢাকলো মন্ত্রীর ঘর

- আপডেট : ৬ জুলাই ২০২১, মঙ্গলবার
- / 0
পুবের কলম, ওয়েব ডেস্ক: শাসক–বিরোধী তরজায় যখন সপ্তমে অধিবেশন তখন বিধানসভার একতলায় রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের ঘরের বাইরে আগুনের ফুলকি দেখা গেল। আর তা থেকে ছড়াল আতঙ্কও। ধোঁয়া বেরোতে শুরু হওয়ায় আতঙ্ক বাড়ে। ছুটে আসেন বিধানসভার কেয়ারটেকার ও অন্যান্য কর্মীরা। ঘরের অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন বিধানসভার কর্মীরা। তবে শুধু অরূপ বিশ্বাসের ঘরই নয়, এই অগ্নিকাণ্ডের ফলে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘর এবং মন্ত্রী সাধন পাণ্ডের ঘরও। অধিবেশন চলায় বিধানসভায় রয়েছেন বহু মন্ত্রী, বিধায়কেরা। বড় বিপদ থেকে রক্ষা মিলল বলে মনে করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর, পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা বিদ্যুৎ সংযোগ অবস্থা খতিয়ে দেখছে। কিন্তু প্রশ্ন উঠছে, আগুন লাগল কিভাবে? তবে কীভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখছেন বিধানসভার বিদ্যুৎ বিভাগের দায়িত্বে থাকা পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা। যখন আগুন লাগে তখন বিধানসভায় উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।