১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাবার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়াবেন না, আবেদন সাধন কন্যা অভিনেত্রী শ্রেয়ার

Sumana Puber Kalom
  • আপডেট : ১৮ জুলাই ২০২১, রবিবার
  • / 0

পুবের কলম ওয়েবডেস্কঃ অতি সঙ্কটজনক মানিকতলার বিধায়ক সাধন পান্ডে। চিকিৎসায় সেভাবে সাড়া দিচ্ছেননা এই বর্ষীয়ান বিধায়ক। তাঁকে রাখা হয়েছে লাইফ সাপোর্ট সিস্টেমে।এই অবস্থায় দাঁড়িয়ে সাধন বাবুর অভিনেত্রী কন্যা শ্রেয়া পান্ডে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও পোস্ট করে আবেদন জানিয়েছেন তাঁর বাবাকে নিয়ে যেন অযথা গুজব না ছড়ানো হয়। তাঁর পরিবার একটা গভীর সঙ্কটের মধ্যে দিয়ে চলছে, ঘরে মা রয়েছেন। তাই অকারণ গুজব যেন না ছড়ানো হয়।

অন্যদিকে সাধন বাবুর শারিরীক অবস্থা নিয়ে রাজনৈতিক মহলে ক্রমশ বাড়ছে উদ্বেগ। তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা মুখপাত্র কুণাল ঘোষ রবিবার সকালে টুইট করে সাধন বাবুর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নিজের টুইটে কুণাল লিখেছেন, ‘বর্ষীয়ান নেতা সাধন পাণ্ডে গভীর সঙ্কটজনক। অত্যন্ত উদ্বেগের বিষয়। অচেতন। যন্ত্রসমর্থন চলছে। সোমবার এমআরআই হওয়ার কথা। মস্তিষ্কের অবস্থা চিকিৎসকদের কাছে স্পষ্ট নয়। ঈশ্বরের কাছে তাঁর আরোগ্য কামনা করি।’ উল্লেখ্য শুক্রবার নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন এই বর্ষীয়ান তৃণমূল নেতা। তাঁকে বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তিনি ভেন্টিলেশনে।

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাবার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়াবেন না, আবেদন সাধন কন্যা অভিনেত্রী শ্রেয়ার

আপডেট : ১৮ জুলাই ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ অতি সঙ্কটজনক মানিকতলার বিধায়ক সাধন পান্ডে। চিকিৎসায় সেভাবে সাড়া দিচ্ছেননা এই বর্ষীয়ান বিধায়ক। তাঁকে রাখা হয়েছে লাইফ সাপোর্ট সিস্টেমে।এই অবস্থায় দাঁড়িয়ে সাধন বাবুর অভিনেত্রী কন্যা শ্রেয়া পান্ডে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও পোস্ট করে আবেদন জানিয়েছেন তাঁর বাবাকে নিয়ে যেন অযথা গুজব না ছড়ানো হয়। তাঁর পরিবার একটা গভীর সঙ্কটের মধ্যে দিয়ে চলছে, ঘরে মা রয়েছেন। তাই অকারণ গুজব যেন না ছড়ানো হয়।

অন্যদিকে সাধন বাবুর শারিরীক অবস্থা নিয়ে রাজনৈতিক মহলে ক্রমশ বাড়ছে উদ্বেগ। তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা মুখপাত্র কুণাল ঘোষ রবিবার সকালে টুইট করে সাধন বাবুর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নিজের টুইটে কুণাল লিখেছেন, ‘বর্ষীয়ান নেতা সাধন পাণ্ডে গভীর সঙ্কটজনক। অত্যন্ত উদ্বেগের বিষয়। অচেতন। যন্ত্রসমর্থন চলছে। সোমবার এমআরআই হওয়ার কথা। মস্তিষ্কের অবস্থা চিকিৎসকদের কাছে স্পষ্ট নয়। ঈশ্বরের কাছে তাঁর আরোগ্য কামনা করি।’ উল্লেখ্য শুক্রবার নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন এই বর্ষীয়ান তৃণমূল নেতা। তাঁকে বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তিনি ভেন্টিলেশনে।