২২ মার্চ ২০২৫, শনিবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

চুল স্ট্রেইট করছেন? জানেন এর ক্ষতিকারক প্রভাব

Shadia Ahamed
  • আপডেট : ৩ ডিসেম্বর ২০২২, শনিবার
  • / 0

পুবের কলম, ওয়েব ডেস্ক: সৌন্দর্য বাড়াতে এখনকার দিনে বেশিরভাগ মহিলারাই চুল স্ট্রেইট করিয়ে থাকেন। যার ফলে চুল সিল্কি ও সুন্দর দেখায়। যা মানুষকে সহজেই আকৃষ্ট করে কিন্তু এই সৌন্দর্য বাড়াতে গিয়ে যে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় তার পিছনে আছে অনেক ক্ষতিকর প্রভাব-

অনুজ্জ্বল ও শুষ্ক চুল-

হেয়ার স্ট্রেইটনিং প্রক্রিয়া আপনার চুলকে শুষ্ক ও অনুজ্জ্বল করে তোলে। চুল সোজা করার পর পরই এটি বোঝা যায়। নিয়মিত চুল স্ট্রেইট করার ফলে স্থায়ীভাবে চুল রুক্ষ হয়ে পড়ে।

রাসায়নিক দ্রব্য ব্যবহার-

চুল  স্ট্রেইট  করার পর তা পরিচর্চা করতে রাসায়নিক দ্রব্য বাবহার করা হয়, যা মানুষকে শারীরিকভাবে ক্ষতি করে। আর এ কারণে অনেকেই অ্যালার্জিতে আক্রান্ত হন। এছাড়া  চুলকানি ও খুশকির মতো সমস্যাও দেখা যায়।

চুল পড়া-

রাসায়নিক দ্রব্য ব্যাবহারের পর খুশকির সমস্যা দেখা দেয়, যার  ফলে চুল পড়তে থাকে।

নতুন চুলের বিপত্তি-

অনেকের ক্ষেত্রেই চুল স্ট্রেইট  করার  পরপরই দেখা যায় যে  নতুন চুল হলে তা কোকড়া হয়। ফলত আবার নতুন করে চুল স্ট্রেইট করতে হয়।

রিপোর্টার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চুল স্ট্রেইট করছেন? জানেন এর ক্ষতিকারক প্রভাব

আপডেট : ৩ ডিসেম্বর ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: সৌন্দর্য বাড়াতে এখনকার দিনে বেশিরভাগ মহিলারাই চুল স্ট্রেইট করিয়ে থাকেন। যার ফলে চুল সিল্কি ও সুন্দর দেখায়। যা মানুষকে সহজেই আকৃষ্ট করে কিন্তু এই সৌন্দর্য বাড়াতে গিয়ে যে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় তার পিছনে আছে অনেক ক্ষতিকর প্রভাব-

অনুজ্জ্বল ও শুষ্ক চুল-

হেয়ার স্ট্রেইটনিং প্রক্রিয়া আপনার চুলকে শুষ্ক ও অনুজ্জ্বল করে তোলে। চুল সোজা করার পর পরই এটি বোঝা যায়। নিয়মিত চুল স্ট্রেইট করার ফলে স্থায়ীভাবে চুল রুক্ষ হয়ে পড়ে।

রাসায়নিক দ্রব্য ব্যবহার-

চুল  স্ট্রেইট  করার পর তা পরিচর্চা করতে রাসায়নিক দ্রব্য বাবহার করা হয়, যা মানুষকে শারীরিকভাবে ক্ষতি করে। আর এ কারণে অনেকেই অ্যালার্জিতে আক্রান্ত হন। এছাড়া  চুলকানি ও খুশকির মতো সমস্যাও দেখা যায়।

চুল পড়া-

রাসায়নিক দ্রব্য ব্যাবহারের পর খুশকির সমস্যা দেখা দেয়, যার  ফলে চুল পড়তে থাকে।

নতুন চুলের বিপত্তি-

অনেকের ক্ষেত্রেই চুল স্ট্রেইট  করার  পরপরই দেখা যায় যে  নতুন চুল হলে তা কোকড়া হয়। ফলত আবার নতুন করে চুল স্ট্রেইট করতে হয়।