১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইরাক ও আফগান যুদ্ধের স্থপতি রামসফিল্ড প্রয়াত

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২ জুলাই ২০২১, শুক্রবার
  • / 0

পুবের কলম, ওয়েবডেস্ক: ইরাক যুদ্ধের স্থপতি ও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফিল্ড পরলোক গমন করেছেন। বুধবার তার পরিবারের তরফে জানানো হয়, ৮৯তম জন্মদিনের ১০ দিন আগে মঙ্গলবার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের টাওস শহরে নিজ বাড়িতেই মৃত্যু বরণ করেন তিনি। তিনিই একমাত্র ব্যক্তি যিনি দুই দফায় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

১৯৭৫-১৯৭৭ সাল পর্যন্ত প্রথম দফায় এবং পরবর্তীতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দ্বিতীয় দফায় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। রামসফিল্ড ও তৎকালীন প্রেসিডেন্ট বুশ মিলে ২০০১ সালে আফগানিস্তানে ও ২০০৩ সালে ইরাকে আগ্রাসন চালানোর পরিকল্পনা করেছিলেন। রামসফিল্ডের মৃত্যুতে শোক প্রকাশ করে জর্জ ডব্লিউ বুশ এক বিবৃতিতে তাকে ‍‌‌‌‌‌‌’প্রজ্ঞাবান, সৎ ও অফুরন্ত শক্তির অধিকারী’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। আমেরিকায় রামসফিল্ড একজন খ্যাতনামা ব্যক্তিত্ব হলেও আফগানিস্তান ও ইরাক যুদ্ধের জন্য তিনি বেশ কুখ্যাতিও অর্জন করেছেন। দুই দেশে রামসফিল্ডের নির্দেশে মার্কিন আগ্রাসনের ফলে হাজার হাজার নিরাপরাধ মানুষের  মৃত্যু হয়েছিল। মধ্যপ্রাচ্যভিত্তিক রিসার্চ ও অ্যাকটিভিস্ট গ্রুপ ‘কাওকাবি ফাউন্ডেশনের’ সভাপতি ইয়াদ আল-বাগদাদি ট্যুইটে বলেন, ‘ডোনাল্ড রামসফিল্ড একজন যুদ্ধাপরাধী যিনি অবৈধ যুদ্ধ পরিচালনা করেছেন। যুদ্ধ চলাকালে নির্বিচারে গণহত্যা, নির্যাতন, লুটপাট এবং দুর্নীতিতে জর্জরিত ছিল মার্কিন বাহিনী।’

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরাক ও আফগান যুদ্ধের স্থপতি রামসফিল্ড প্রয়াত

আপডেট : ২ জুলাই ২০২১, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ইরাক যুদ্ধের স্থপতি ও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফিল্ড পরলোক গমন করেছেন। বুধবার তার পরিবারের তরফে জানানো হয়, ৮৯তম জন্মদিনের ১০ দিন আগে মঙ্গলবার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের টাওস শহরে নিজ বাড়িতেই মৃত্যু বরণ করেন তিনি। তিনিই একমাত্র ব্যক্তি যিনি দুই দফায় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

১৯৭৫-১৯৭৭ সাল পর্যন্ত প্রথম দফায় এবং পরবর্তীতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দ্বিতীয় দফায় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। রামসফিল্ড ও তৎকালীন প্রেসিডেন্ট বুশ মিলে ২০০১ সালে আফগানিস্তানে ও ২০০৩ সালে ইরাকে আগ্রাসন চালানোর পরিকল্পনা করেছিলেন। রামসফিল্ডের মৃত্যুতে শোক প্রকাশ করে জর্জ ডব্লিউ বুশ এক বিবৃতিতে তাকে ‍‌‌‌‌‌‌’প্রজ্ঞাবান, সৎ ও অফুরন্ত শক্তির অধিকারী’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। আমেরিকায় রামসফিল্ড একজন খ্যাতনামা ব্যক্তিত্ব হলেও আফগানিস্তান ও ইরাক যুদ্ধের জন্য তিনি বেশ কুখ্যাতিও অর্জন করেছেন। দুই দেশে রামসফিল্ডের নির্দেশে মার্কিন আগ্রাসনের ফলে হাজার হাজার নিরাপরাধ মানুষের  মৃত্যু হয়েছিল। মধ্যপ্রাচ্যভিত্তিক রিসার্চ ও অ্যাকটিভিস্ট গ্রুপ ‘কাওকাবি ফাউন্ডেশনের’ সভাপতি ইয়াদ আল-বাগদাদি ট্যুইটে বলেন, ‘ডোনাল্ড রামসফিল্ড একজন যুদ্ধাপরাধী যিনি অবৈধ যুদ্ধ পরিচালনা করেছেন। যুদ্ধ চলাকালে নির্বিচারে গণহত্যা, নির্যাতন, লুটপাট এবং দুর্নীতিতে জর্জরিত ছিল মার্কিন বাহিনী।’