ডুমুরজলা পার্কিং লটে আগুন, দাউ দাউ করে জ্বলে উঠল ৪টি বাস

- আপডেট : ৪ জুলাই ২০২১, রবিবার
- / 1
পুবের কলম, ওয়েবডেস্ক: পার্কিং লটে দাঁড়িয়ে থাকা বাসে হঠাৎ করে আগুন লেগে গেল। রবিবার বিকেল ৫টা নাগাদ ডুমুরজলা বাস স্ট্যাণ্ডে দাঁড়িয়ে থাকা পার্কিং লটে বাসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দাঁড়িয়ে থাকা ৪টি বাস একসঙ্গে জ্বলতে শুরু করে। আশেপাশে থাকা স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। হতা-হতের কোনও খবর নেই। তবে আগুন লাগার কারণ স্পষ্ট নয়। বাসগুলি ভস্মীভূত হয়ে গেছে। কি কারণে এই আগুন, এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুনের ঘটনা ঘটেছে। হঠাৎ করে ৪টি বাস একসঙ্গে দাউ দাউ করে জ্বলতে দেখে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।